জেলা 

মাওলানা আজাদ একাডেমির অন্যতম স্থপতি এবং খাজনাবাহালা হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষকের ইন্তেকাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মাওলানা আজাদ একাডেমির অন্যতম স্থপতি ও শিক্ষার ডাইরেক্টর , খাজনাবাহালা হাই মাদ্রাসার প্রাক্তন হেডমাস্টার আব্দুর রউফ সাহেব আজ ভোরে ইন্তেকাল করলেন ।আব্দুর রাউফ সাহেব ছিলেন একজন সজ্জন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ।

নাউল খাজনাবাহালা হাই মাদ্রাসার তিনি প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন ।এরই সঙ্গে নানান সমাজসেবা মূলক বিশেষকরে শিক্ষা মূলক কর্মের সঙ্গে যুক্ত ছিলেন ।

Advertisement

হাওড়ার বাগনানে হাল্যানে মওলানা আজাদ একাডেমি প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে তিনি ছিলেন অন্যতম সহযোগী শিক্ষার ডাইরেক্টর। এছাড়াও জি ডি একাডেমির সঙ্গেও যুক্ত ছিলেন ।

হাওড়া জেলার শ্যামপুরে জন্ম স্থান হলেও তিনি কর্ম সূত্রে বেলপুকুর কলেজের কাছে নিজ বাড়ি নির্মাণ করেন । অবসর নেওয়ারপর তিনি দীর্ঘকাল মওলানা আজাদ একাডেমির উন্নয়নে সময় ব্যয় করেন ।তাঁর একমাত্র পুত্র ডা আসিফ ও স্ত্রী বর্তমান ।

তাঁর দেশের বাড়ি শ্যামপুরে আসর বাদ তাঁর নামাজে জানাজা হবে বলে জানিয়েছেন তাঁর পুত্ৰ ডা আসিফ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ