কলকাতা 

Agnipath Scheme Protest: ‘অগ্নিপথ’ বিরোধিতায় ২৪ ঘণ্টা দেশ জুড়ে বনধের ডাক, বাংলাকে সচল রাখতে নির্দেশিকা মমতা সরকারের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদি সরকারের ঘোষিত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বামপন্থী দলগুলো। আজ কুড়ি জুন দেশ জুড়ে এই বনধ পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা এই বনধকে সমর্থন করছে না লাগছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার রাস্তায় নেমে এই বনধ এর বিরোধিতা করছে বলে জানা গেছে। গতকাল রবিবার ছুটির দিনে এক সার্কুলার জারি করে নবান্ন জানিয়ে দিয়েছে সবকিছু সচল রাখতে হবে।

রবিবার রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। রেলকর্তাদেরও এই নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। নির্দেশিকায় নবান্নের তরফে জানানো হয়েছে, প্রতিবাদের হাতিয়ার হিসাবে নীতিগত ভাবে বন্‌ধের বিরোধিতা করে রাজ্য সরকার। কারণ, তাতে সাধারণ মানুষের জীবন ও জীবিকায় প্রভাব পড়ে। সে কারণে এই বন্‌ধের বিরোধিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যের কোথাও যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় অথবা অবাঞ্ছিত পরিস্থিতি সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বন্‌ধ সমর্থনকারীরা বলপূর্বক কেন্দ্রীয় বা রাজ্য সরকারি অফিসকাছারি, শিক্ষা প্রতিষ্ঠান অথবা দোকানবাজার বন্ধ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রাখতেও সচেষ্ট রাজ্য সরকার। বন্‌ধের ফলে যাতে সাধারণ মানুষকে ট্রেন বা পথ অবরোধের মুখে পড়তে না হয়, সে দিকেও লক্ষ রাখবে রাজ্য সরকার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ