জেলা 

হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচি চন্ডীতলায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আব্দুল আজিম (চণ্ডীতলা) ২রা জুন ২০২২ বৃহস্পতিবার :-চণ্ডীতলা ২ নম্বর ব্লক কমিউনিটি হলে এবছর যারা হজব্রত পালন করতে যাবেন মক্কা শরীফ ও মদিনা শরীফে সকাল ১০.৩০টা থেকে পুরুষ ও মহিলাদের টীকাকরণ করা হয়। এই ক্যাম্পের শুভ সূচনা করেন চণ্ডীতলা ২ নম্বর ব্লকের বিডিও মহাশয়। প্রসঙ্গত গত ২ বছরের অধিক করোনা কালে হজব্রত পালন করতে কেউ যেতে পারেননি। এবছর যারা যাবেন তাদের এই ক্যাম্পে ভীষণ আগ্রহ লক্ষ্য করা যায়।

উপস্থিত ছিলেন চণ্ডীতলা ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌভিক ভট্টাচার্য, এছাড়া চণ্ডীতলা ২নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ও গ্রামীণ হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাবেরী দাস প্রমুখ।

চণ্ডীতলা ২নম্বরের বিডিও মহাশয় জানালেন যে সময়মতো ক্যাম্পের সমস্ত কাজ শুরু হয়েছে। হজযাত্রীদের থেকে জানা গেছে তারা ভীষণ আপ্লুত। প্রশাসনের কোনো ত্রুটি ছিলো না এবং এম্বুলেন্সের সুবস্থা ছিলো। বিডিও সাহেব সকল হজযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ