কলকাতা 

Dilip Ghosh : “আমি কারও রাস্তা আটকাইনি, নিজের রাস্তা নিজে তৈরি করেছি, সেই রাস্তাতেই হাঁটব” বিস্ফোরক দিলীপ ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : “আমি সংযত চিরদিনই আছি। আমি আমার প্রয়োজনের বাইরে কথা বলি না।” সেন্সর বিতর্ক নিয়ে মুখ খুলে দলেরই ক্ষমতাসীন গোষ্ঠীকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সাফ কথা, “বিরোধী দলের ভুলভ্রান্তি নিয়ে আওয়াজ তুলি, এটাই আমার ধর্ম। এটা আমি বলবই। আমি কারও রাস্তা আটকাইনি। নিজের রাস্তা নিজে তৈরি করেছি। সেই রাস্তাতেই হাঁটব।”

যে চিঠি দলের অভ্যন্তরীণ বিষয়, সেই চিঠি সর্বসমক্ষে ফাঁস হল কী করে? সেই প্রশ্ন তুলেও পালটা তোপ দেগেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি। কোনও সেন্সর নয়, তিনি যে নিজের স্টাইলেই চলবেন তা স্পষ্ট করে দিয়ে বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে দিলীপবাবু বলেন, “আমি জানি না, এই ধরণের চিঠি মিডিয়াতে কী করে আসে। এটা সংগঠনের ব্যাপার। চিন্তার ব্যাপার আছে এর মধ্যে। যারা এসব করছেন তাঁরাই উত্তর দিতে পারবেন। এটা পার্টির ব্যাপার। যারা চিঠি লিখেছেন তাঁরাই জানেন। কীসের সেন্সর?”

Advertisement

রাজ্যে দলের সংগঠনের ভুলত্রুটি নিয়ে মুখ খুলেছিলেন দিলীপ। তাই যাঁদের হাতে বর্তমানে দলের সংগঠন তলানিতে চলে গিয়েছে সেই মালব্য-শুভেন্দু-অমিতাভরাই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ করে কার্যত চাপ সৃষ্টি করে শীর্ষ নেতৃত্ব এই চিঠি পাঠাতে বাধ্য করেছে বলে মনে করা হচ্ছে

সূত্রের খবর, বঙ্গ বিজেপির অন্দরের গোষ্ঠী দ্বন্দ্ব সামলাতে এবং বির্তকে রাশ টানার লক্ষ্যেই দিলীপকে চিঠি দিয়ে সতর্ক করার চেষ্টা করা হয়েছিল। অথচ সেই চিঠিই বিতর্ক শামাল দেওয়া তো দূর অস্ত বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছে। এই চিঠি ফাঁস হয়ে যাওয়ায় তাদের মুখ পুড়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এইভাবে ব্যক্তিগতভাবে কাউকে পাঠানো কেন্দ্রীয় নেতৃত্বর চিঠি ফাঁস হওয়ার ঘটনাও বিজেপিতে (BJP) বিরল। এবং বিষয়টিকে কেন্দ্রীয় নেতারা ডিসিপ্লিন ভঙ্গ বলেই মনে করছে। কে বা কারা এবং কিভাবে চিঠি ফাঁস করেছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজেপির কেন্দ্রীয় নেতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে খবর।

তবে কেন্দ্রীয় বিজেপির একাংশের মতে, চিঠিটি জনসমক্ষে ফাঁস হওয়ার পিছনে বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষক তথা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর ভূমিকা রয়েছে। দিলীপকে জনসমক্ষে হেনস্থা করার লক্ষ্যেই যে চিঠিটি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবং তাতে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর একাংশের বিশেষ ভূমিকা রয়েছে। দিলীপ শিবিরও অবশ্য এই একই অভিযোগে সরব। দিলীপ ঘোষ অবশ্য বুধবার সকালে দাবি করেন কোনও চিঠি হাত পাননি বলে। তাঁর কথায়, এর আগেও বহু চিঠি ভাইরাল হয়েছে মিডিয়াতে। প্রেসিডেন্টও পালটে যাচ্ছিল চিঠিতে, এই ঘটনাও ঘটেছে। এদিন পরে দিল্লির চিঠি হাতে পেয়েছেন দিলীপ। এদিকে, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন ফের বলেন, এই চিঠির বিষয়ে তাঁর কাছে কিছু জানা নেই।

এদিকে, ‘সেন্সর’ চিঠি নিয়ে দিলীপ ঘোষকে মঙ্গলবার কটাক্ষ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। এদিন দিলীপ বাবুলকে পালটা কটাক্ষ করে বলেন, “যিনি ন্যাশনাল লিগ ছেড়ে প্রাইমারি লিগে খেলছেন তার কথার কেউ পাত্তা দেয় না। রিজেক্টেড মাল।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ