জেলা 

ইমারজেন্সি ব্লাড সার্ভিসের উদ্যোগে পলাশীর ঘাসুড়িয়াডাঙ্গা গ্রামে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : গত ২৯/৫/২২ রবিবার, পলাশীর ঘাসুড়িয়াডাঙ্গা গ্রামে Emergency Blood Service EBS এর পক্ষ থেকে এক মহতী রক্তদান শিবিরের ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

মহান অতিথি হিসেবে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর, করিমপুর এর বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, কালীগঞ্জ থানার ওসি সৌরভ কুমার চ্যাটার্জী, শিক্ষক সোহরাব হোসেন সেখানে উপস্থিত থেকে রক্তদাতাদের সবাইকে উৎসাহিত করেন। ওই সংস্থার কর্ণধার ওসমান খানের আমন্ত্রণে ১৩৫ টি সংস্থা র মানুষ সহ মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পার্থ দত্ত, সুমন দেবনাথ ও 22 বারের চেষ্টায় ডাক্তারিতে ভর্তি হয়েই ছেড়েছেন স্বনামধন্য মাননীয় শ্রী প্রদীপ হালদার ও ওনার স্ত্রী বাসন্তী হালদার এই অনুষ্ঠানে একসাথে উপস্থিত হই।

 

এছাড়া অনেক বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।সবাইকে স্মারক ব্যাচ সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দেওয়াতে আমরা আপ্লুত হই । ওই রক্তদান শিবিরে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে থেকে ১৬০ জন মানুষ রক্ত দান করেন।

এত সুন্দর অনুষ্ঠানউপভোগ করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। তারপর সেখান থেকে সেই সংস্থার এক গাড়িতে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধক্ষেত্র অঞ্চলে উপস্থিত হই, সেই ঐতিহাসিক জায়গা আমরা উপস্থিত থেকে উপভোগ করব ভাবিনি। EMERGENCY BLOOD SERVICE (EBS ) কে এবং বিশেষভাবে ওসমান খান কে ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও বড় অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকব, তার আশা রাখছি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ