কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ডঃ আবু তাহের কামরুদ্দিন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বুলবুল চৌধুরী : আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ আলী আজ মঙ্গলবার ১২ এপ্রিল উপাচার্য হিসেবে কর্মজীবন শেষ করলেন। আগামীকাল ১৩ ই এপ্রিল ডঃ মোহাম্মদ আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কাজে যোগ দেবেন বলে জানা গেছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন? তা এখনো ঠিক হয়নি। আইন মেনে করতে হলে সার্চ কমিটি গঠন করতে হবে। সেই সার্চ কমিটি এখনও গঠিত হয়নি।

তবে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন অ্যাক্টিং উপাচার্য হিসেবে মাদ্রাসা বোর্ডের বর্তমান সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন। বাংলার জনরবের পক্ষ থেকে ডঃ আবু তাহের কামরুদ্দিনকে অভিনন্দন জানানো হচ্ছে। আমরা প্রত্যাশা করি তার নেতৃত্বে আলিয়া বিশ্ববিদ্যালয় নতুন করে সেজে উঠবে।

Advertisement

আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ আলীকে ঘিরে দীর্ঘ কয়েক বছর ধরে যে বিতর্ক চলছিল আজকে তার পরিসমাপ্তি ঘটল বলে শিক্ষা মহল মনে করছে। তবে কয়েকদিন আগে তাকে যেভাবে অপমান এবং অপদস্ত করা হয়েছে তা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় বলে শিক্ষা মহল মনে করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ