কলকাতা 

SSC: এসএসসির উপদেষ্টা হয়েও সর্বময় কর্তা হয়ে উঠেছিলেন কাদের মদতে শান্তিপ্রসাদ ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএসসির নিয়োগের অনিয়ম নিয়ে সবচেয়ে বেশি যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন শান্তিপ্রসাদ সিংহ । কীভাবে উঠে এলেন এই শান্তিপ্রসাদ ? কেমন হয়ে উঠলেন এসএসসির বকলামে প্রধান পরিচালক । কাদের প্রশয়ে উপদেষ্টার নির্দেশই এসএসসির চূড়ান্ত নির্দেশে পর্যবেসিত হতো ? কোথা থেকে এমন এক শীর্ষে পৌাছোলেন শান্তিপ্রসাদ ।

তিনি যোগেশ চৌধুরি কলেজের গণিতের শিক্ষক ছিলেন । প্রথম থেকেই তৃণমুল ঘনিষ্ট ছিলেন । ফলে ২০১১তে তৃণমূল ক্ষমতায় আসার পরেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদে সচিবের পদে নিয়োগ করেছিল তৃণমূল সরকার।  পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন শান্তিবাবুকে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টার পদে নিয়োগ করে সরকার। ২০২১ এর ৩১ জুলাই পর্যন্ত ওই পদেই ছিলেন তিনি।

Advertisement

অবশ্য এসএসসিতে শান্তিপ্রসাদবাবু উপদেষ্টা হিসাবে যোগ দেওয়ার পর থেকেই বির্তক সামনে আসতে শুরু করে । ২০১৯ সাল লোকসভা নির্বাচনের মুখে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনরত নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধা তালিকাতে ঠাঁই পাওয়া চাকরিপ্রার্থীদের কাছে একগাদা প্রতিশ্রুতি নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী হবু শিক্ষকদের মধ্য থেকে পাঁচ জন প্রতিনিধি ঠিক করেন এবং সরকারি তরফের পাঁচ প্রতিনিধিকে নির্বাচন করে নিয়োগের বিষয়টি সমাধান করার নির্দেশ দেন। সরকারের তরফে যে-পাঁচ প্রতিনিধি সেই কমিটিতে ছিলেন, শান্তিবাবু তাঁদের অন্যতম। পদাধিকারবলে তখন তিনি স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা। শান্তিবাবুকে কেন ওই কমিটিতে রাখা হল, তখনও সেই প্রশ্ন তুলেছিলেন চাকরিপ্রার্থীদের অনেকে।

চাকরিপ্রার্থীরা জানান, মেধা-তালিকার অনুক্রম না-মেনে নিয়োগের অভিযোগ উঠেছিল সেই সময়েও। পরে সেই অভিযোগই আদালতে জমা পড়ে। বর্তমানে গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,“মুখ্যমন্ত্রী কিন্তু সৎ উদ্দেশেই এই কমিটি গঠন করেছিলেন। কিন্তু আন্দোলনকারীদের সমস্যার সমাধান তো হলই না, উল্টে মেধা-তালিকার নীচে থাকা প্রার্থীরা কী ভাবে চাকরি পেলেন, তা আজও অজানা। তখনও আমরা এসএসসি-র দফতরে গিয়ে তার উত্তর জানার চেষ্টা করেছিলাম। কারণ ওই সরকারি কমিটিতে শান্তিবাবু ছিলেন এবং তিনি তখন এসএসসি-র উপদেষ্টা। কিন্তু আমরা কোনও উত্তর পাইনি।’’

৩৮৩ দিন ধরে গান্ধীর মূর্তির সামনে বসে আছে এসএসসিতে মেধা-তালিকাতে ঠাঁই পাওয়া ছেলেমেয়েরা । নানা কটাক্ষ করা হচ্ছে শাসক তৃণমূল দরের পক্ষ থেকে । কিন্ত এখনও সমস্যার সমাধান হয়নি । মুখ্যমন্ত্রী বলছেন, বিরোধীদের চক্রান্ত । শান্তিপ্রসাদকে এসএসসি উপদেষ্টা করতে কোন বিরোধী নেতা অনুরোধ করেছিলেন ? ২০১৯ সালেই যখন শান্তি প্রসাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তখনই কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সরিয়ে দিলেন ? এই প্রশ্ন বাংলার আম জনতার ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ