কলকাতা 

শীতার্ত ব্যক্তিদের জন্য শীতবস্ত্র বিতরণ করলো আমানত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : “তোমরা জমিনবাসিদের উপর দয়া কর, আসমানওয়ালা (আল্লাহতায়ালা)তোমাদের উপর দয়া করবেন।।’’ হাদিসের এই কথাগুলো মাথায় রেখে আমানত ফাউন্ডেশন ট্রাষ্ট প্রতি বছরের ন্যায় এ বছরও কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণের কাজশুরু করেছে।

কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। তাই জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো দরকার ।

Advertisement

শীতের প্রভাবে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাড়কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্ট-অনাহারে ও অর্ধাহারে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানো ধর্মপ্রাণ মানুষের নৈতিক দায়িত্ব।

রাতের বেলায় দেখা যায় কীভাবে, কেমন করে শীতবস্ত্রবিহীন মানুষ কষ্টে রাত যাপন করছে। তাদের নেই কোনো শীত নিবারণ করার সম্বল। প্রতিবছর দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়। তাই সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছা করেন, তাঁদের নিজ নিজ জেলার শীতার্ত অসহায় গরিব-দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারেন।

সুতরাং প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরই পারস্পরিক মানবতাবোধ ও উদার মানসিকতা থাকা অপরিহার্য। একজন মানুষ বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় হলে তাকে যথাসাধ্য সাহায্য করা সমাজের বিত্তবান প্রতিবেশীদের ইমানি দায়িত্ব ও মানবিক কর্তব্য। সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা।

আমানত ফাউন্ডেশন ট্রাষ্ট-এর উদ্যোগে, তাজ অ্যান্ড জাকির সৈয়দ ফ্যামিলি চ্যারিটেবিল ফাউন্ডেশন এবং স্থানীয় কিছু মানুষের আর্থিক সহায়তায় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর সাবডিভিশনের হরিহরপাড়া ব্লক, ডোমকল সাবডিভিশনের রানিনগর ব্লক ও লালবাগ সাবডিভিশনের জিয়াগঞ্জ ব্লক এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত ক্যানিং-২ সাবডিভিশনের হাতিয়ামারি, মিয়ারঘেরি ও বারুইপুর সাবডিভিশনের ভাঙ্গর-১ ব্লকের নারকেলবেড়িয়া, পিয়াদাপাড়া, ডিঙিয়াভাঙ্গা, দুর্গাপুর ও কাকদ্বীপ ব্লকের শিবনগর, রামচন্দ্রনগর। কলকাতার ওয়ার্ড নম্বর ৫৮ এর অন্তর্গত শীল লেন ও ট্যাংরা, ওয়ার্ড ৬৬ এর অন্তর্গত জি জে খান রোড ও সাবগাছি এবং ওয়ার্ড ৮০ এর অন্তর্গত তারাতালা ও কেষ্টপুর এলাকায় কয়েকশো দুঃস্থ পরিবারের সদস্যদের কম্বল ও শিশুদের শীতবস্ত্র বিতরণ করা হয় । প্রতিটি বিতরণের অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম সাহেব, পুরোহিত মহাশয় ও এলাকার গণ্যমান্য মানুষজনের সহযোগিতায় এই কাজ করা হয়। আমানাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মুহাম্মদ শাহ আলম দয়ালু ও বিত্তবান মানুষদের কাছে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন করেছেন এবং এইকাজে ইতিমধ্যে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঞ্জাপন করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ