দেশ 

UP Assembly Election 2022: রাম লালার নির্দেশেই অযোধ্যায় প্রার্থী হননি যোগী আজব দাবি রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাম লালার নির্দেশেই অযোধ্যায় (Ayodhya) প্রার্থী হননি উত্তরপ্রদেশের (UP) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আজব দাবি করলেন অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস (Acharya Satyendra Das)। এই বিষয়ে রাম লালাকে জিজ্ঞেস করার পরেই নাকি গোরক্ষপুরে লড়ার সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এমনটাই জানালেন সত্যেন্দ্র।

সত্যেন্দ্র বলেন, আসন্ন নির্বাচনে যোগী অযোধ্যায় জিততে পারতেন হয়তো, তবে কিছু সমস্যার মুখে পড়তে হত তাঁকে। এরপরই সতেন্দ্র বলেন, এই বিষয়ে “রাম লালাকে জিজ্ঞাসা করেছিলাম, তারপরেই যোগীকে অযোধ্যায় প্রার্থী না হওয়ার পরামর্শ দিয়েছি।” তাঁর কথায়, “এটা ভাল যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এখান (অযোধ্যা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আমি আগেই পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম, তিনি গোরক্ষপুরের যে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। রাম লালাকে জিজ্ঞেস করার পরেই এই বিষয়ে জানাই।”

Advertisement

নতুন রাম মন্দির নির্মাণ শুরু হওয়ায় ফলে যাদের বাড়ি ভাঙা পড়েছে, তাদের বিরুদ্ধতার মুখে পড়তে হত পারে অযোধ্যার বিজেপি প্রার্থীকে। মঙ্গলবার একথাও বলেন অযোধ্যায় রাম মন্দিরের পুরোহিত।

সত্যেন্দ্র আরও বলেন, “প্রথমে রাম লালা আন্দোলন হয়েছিল, তারপর আদালত নির্দেশ দেওয়ার পর রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। অযোধ্যায় রাম মন্দির ইস্যু শেষ হওয়ার নয়। এখানে করসেবকদের উপর গুলি চালানো হয়েছিল, এদিকে মন্দির নির্মাণ ঠেকাতে আদালতে আবেদন করা হয়েছে। যদিও মন্দির নির্মাণ চলছে আগের মতোই। ওরা (বিজেপি) অবশ্যই রাম মন্দিরের প্রসঙ্গ তুলবে ভোটে। এই ইস্যুটি চিরকাল থেকে যাবে।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ