দেশ 

Statue of Netaji Subhas Chandra Bose: দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইট মূর্তি বসছে,ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া গেটে ৫০ বছরের বেশি সময় ধরে জ্বলতে থাকা অমরজ্যোতি জোয়ান প্রদীপ নিভিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করলেন ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়াব মূর্তি। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই মূর্তি বসানো হতে চলেছে। একটি টুইট বার্তায় এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হতে চলেছে এই মূর্তি।

প্রধানমন্ত্রী লেখেন, ‘সমগ্র দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করছে। আমি জানাতে চাই, ইন্ডিয়া গেটে গ্রানাইট দিয়ে তৈরি নেতাজির বিশাল মূর্তি স্থাপিত হবে। দেশ যে ভাবে তাঁর কাছে ঋণী, তারই প্রতীক হিসেবে তৈরি হতে চলেছে এই মূর্তি।’’

Advertisement

যত দিন না মূর্তি তৈরি হচ্ছে, তত দিন ওই জায়গায় নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ