জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

২৭বছরের হুগলির শিয়াখালার সাংস্কৃতিক সংস্থা ‘সংস্কৃতি’এর বাৎসরিক অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম, চণ্ডীতলা :২৬শে ডিসেম্বর ২০২১রবিবার ২৭তম বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল । হুগলি জেলার শিয়াখালার সংস্থা “সংস্কৃতি” ।এই সংস্থার মূল কাজ হলো সমাজের পিছিয়ে পড়া শিল্পী- কবিদের সামনে নিয়ে আসা। সকলে মিলে বাংলার খাঁটি সংস্কৃতিকে রক্ষা করা ।এহেন লক্ষে এই সংস্থা কাজ করে আসছেন ২৭বছর ধরে ।

শুরু করেছিলেন প্রেমেন্দ্র মিত্র পুরস্কার প্রাপ্ত কবি ভোলানাথ বন্দোপাধ্যায় । এদিন সংস্থার সম্পাদক মানস ঘোষের বাড়িতে অনুষ্ঠিত হয় সারা দিন ব্যাপী এই অনুষ্ঠান । সেখানে গান .শ্রুতি নাটক ..সাহিত্য পাঠ ..তবলা লহরা ..বাঁশি বাজান সমস্ত সদস্য গণ ।

Advertisement

প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অধ্যাপক মৈনাক দে সংগিত শিল্পী তপন মুখোপাধ্যায় ।সংস্থার যুগ্ম সম্পাদক মানস ঘোষ ও জ্গ্গজ্যোতি মণ্ডল বলেন, বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে রক্ষা করা এবং নতুন শিল্পীদের উৎসাহ প্রদান করায় আমাদের মূল কাজ ।প্রতি মাসে আমরা কোনো না কোনো সদস্যের বাড়ি সকলে উপস্থিত হয়ে সংস্কৃতি চর্চা করার পরম্পরা চলে আসছে ২৭বছর ধরে প্রতি মাসে এখনো একটি মাস ও বাদ যায়নি ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ