প্রচ্ছদ 

কৃষক আন্দোলনকে কটাক্ষ করার জের কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: কৃষক আন্দোলনকে কটাক্ষ করার জন্য আজ শুক্রবার পাঞ্জাবের (Punjab) রাস্তায় এবার কৃষকদের বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

শুক্রবার চণ্ডীগড়-উনা হাইওয়ে দিয়ে যাওয়ার পথে কিরাতপুরের কাছে কঙ্গনার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বহু কৃষক। তাঁদের হাতে ছিল সংগঠনের পতাকা, মুখে স্লোগান। অভিনেত্রীর গাড়ি ঘিরে এই বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রচুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিনেত্রীকে নিরাপদে তাঁর গন্তব্যে এগিয়ে দেওয়া হয়। কৃষক বিক্ষোভ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে আপত্তিজনক পোস্ট করায় আন্দোলনকারীদের রোষানলে পড়েন কঙ্গনা। আজকের ঘটনা তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর অভিনেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Advertisement

এদিনের ঘটনার পর তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অভিনেত্রী। বলেন, ”পুলিশ ওখানে ছিল না। গণপ্রহারের মতো ঘটনা ঘটতে পারত। ছিঃ! এখানকার মানুষজনের লজ্জা হওয়া উচিত।” এরপরও ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি জানান, কৃষক আন্দোলন নিয়ে সমালোচনা করায় তাঁকে লাগাতার হুমকির মুখে পড়তে হচ্ছে। ভাতিন্ডার একজন আমাকে খুনের হুমকি দিয়েছে। কিন্তু আমি এসবে ভয় পাই না। রাষ্ট্রের বিরুদ্ধে যে শক্তিগুলি বারবার সক্রিয় হয়ে উঠতে চাইছে, তাদের বিরুদ্ধে আমি বলেই যাব।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ