জেলা 

মোমের আপেল নিয়ে আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রমজান মাসের মরশুমে মোমের আপেল নিয়ে চাঞ্চল্য ছড়াল জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা জেলায় মোমের আপেল উদ্ধারের পর থেকেই, দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্রেতারাও মুখ ফিরিয়েছেন আপেল থেকে। বিক্রেতারাও আপেল বিক্রি নিয়ে আতঙ্কিত। বাজারে অন্যান্য ফল দেদার বিক্রি হলেও, বিকোচ্ছে না আপেল । ডায়মন্ড হারবার, সরিষা, ফলতা, আমতলার মতন একই অবস্থা দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কাশিনগর, মথুরাপুর, কাকদ্বীপ বাজারে । চায়না আপেলই হক কিংবা নিউজিল্যান্ডের আপেল, আপেলের গা চকচকে দেখলেই মুখ ফিরাচ্ছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের মতে, কম দামে কিনে বেশি দামে বিক্রি করে, দেদার বেড়েছিল লাভের অংশ। কিন্তু হঠাৎই ধরপাকড়ের ফলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। যদিও এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও হদিশ মেলেনি গা চকচকে চায়না মোমের আপেলের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − fourteen =