জেলা 

রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ না করলে ; রাস্তা আটকে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করবে বিজেপির যুব মোর্চা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  প্রতি শুক্রবার জুম্মার নামাজ মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পর্যন্ত জামাত দাঁড়িয়ে যায় এর ফলে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় । এই পরম্পরা ইংরেজ আমল থেকে চলে আসছে । সেজন্যই জুম্মার দিন নামাজের জন্য কলকাতা শহর সহ হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকার যান চলাচল নিয়ন্ত্রন করা হয় । অবিলম্বে রাস্তায় বন্ধ নামাজ পড়া বন্ধ করতে হবে তা না হলে প্রতি মঙ্গলবার তারাও রাস্তা বন্ধ করে হনুমান চালিশা পাঠ করবেন বলে সম্প্রতি বিজেপির যুব মোর্চা হুমকি দেয় । গত মঙ্গলবার থেকে সেই আন্দোলন কর্মসূচি শুরু হয় । গত কালও বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে হাওড়ার বালির ডবসন রোড অবরোধ করে হনুমান চালিশা পাঠ করা হয় ।

বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিংয়ের কথায়, ‘যতদিন না রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ হবে, ততদিন আমরাও রাস্তা আটকে হনুমান চালিশা পড়ব।’ তাঁদের অভিযোগ, রাস্তা আটকে আমজনতাকে দুর্ভোগে ফেলার অধিকার কারও নেই।

Advertisement

উল্লেখ্য, গত মঙ্গলবার জিটি রোড বন্ধ করে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পাঁচ বার হনুমান চালিশা পাঠ করা হয়। বিজেপির হুমকি রাস্তা আটকে নমাজ পড়া বন্ধ না হলে প্রতি মঙ্গলবার হাওড়ার সমস্ত হনুমান মন্দিরের সামনে পথ আটকে হনুমান চল্লিশা পাঠ করা হবে।

তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের অবশ্য অভিযোগ, ‘এটা একটা ধর্মীয় রীতি। বিজেপি এ সব করে রাজ্যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে চাইছে।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × 2 =