জেলা 

দিল্লিতে অত্যাচারী দানবিক বিজেপি সরকারকে বদলে দিন ; এরা দাঙ্গাবাজ দল ; এই বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না : মমতা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চাওয়ালা এখন আর নেই । সে এখন চৌকিদার হয়ে গেছে , চাও নেই। কেটলিও নেই। এখন শুধু জেটলি আছে। শনিবার হাওড়ায় নির্বাচনী প্রচার সভায় এই ভাষাতেই মোদী ও বিজেপিকে আক্রমন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মোদী কটাক্ষ করে বলেন,পাঁচ বছরে এখন উনি আর চাওয়ালা নেই। নাটক করে চাওয়ালা সেজেছিলেন মোদী। এখন চৌকিদার হয়ে গেছেন। পাঁচ বছরে চায়ে বিষক্রিয়া হয়ে গেছে। বহুরূপীর মতো রূপ বদলান মোদী। মোদীকে বাতিল করে দিন। উনি দেশের জন্য একটা কাজও করেননি। সাড়ে চার বছর শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন। অন্য সময় এখানে আসেননি। একটা পয়সাও দেননি। বন্যার সময় আসেননি। এখন মোদী ভোট চাইতে এসেছেন। তিনি এদিন ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদেরকে ৪২-এ ৪২ দিন আমি কথা দিচ্ছি দিল্লিতে আমরা সরকার গড়ব ।

এদিন ফের মোদীকে গব্বরের সঙ্গে তুলনা করেন মমতা। তিনি বলেন, গত সাত বছরে বাংলায় আমরা নতুন কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল করে দিয়েছি। উলুবেড়িয়ায় মাল্টি সুপার হাসপাতাল করেছি। হাওড়া জেলা হাসপাতালের উন্নয়ন হয়েছে। হাওড়ায় হিন্দি ইউনিভার্সিটি হবে। কৃষকদের জন্য খাজনা মকুব করা হয়েছে। কৃষিজমির মিউটেশন ফি মকুব করা হয়েছে। কৃষককে শস্য বিমার টাকা আমরা দিচ্ছি। ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষক মারা গেলে ২ লক্ষ টাকা করে পরিবারকে দেওয়া হচ্ছে।

Advertisement

পাঁচলার জনসভায় মমতা গোষ্ঠী সংঘর্ষের বিষয়টিও সামনে আনেন। মমতা বলেন, আময়া দাঙ্গা দিয়ে রাজনীতি করি না। দাঙ্গা যেই করুক আমরা কাউকেই পছন্দ করি না। দাঙ্গা করে কিছু দানব বাহিনী। যারা দেশের সর্বনাশ করে। আরএসএসের লোকেরা উগ্র মার্কা লোক। আগে হাফ প্যান্ট পরে প্যারেড করত। আর এখন দাঙ্গা করার প্যারেড করে। এদিন মমতা বলেন, একটা ভোটও এবার আর নষ্ট করবেন না। বদলে দিন। দিল্লির সরকারকে বদলে দিন। পাল্টে দিন। ওরা নোট বাতিল করে যে কষ্ট আপনাদের দিয়েছে আপনারা ওদের ভোট বাতিল করে দিন। নরেন্দ্র মোদীকে বাতিল করে দিন। ওরা শুধু বাংলা বাংলা করছে তো, বাংলায় আমরা ওদের জন্য মাটির রসগোল্লা বানিয়ে রাখব।

মমতা আরও বলেন, এটা দিল্লিতে বিজেপি সরকারকে বদলানোর নির্বাচন। এই সরকারকে বদলে দিন। বিজেপি একটা অত্যাচারী দানবিক সরকার। ভুঁইফোড় সরকার।দাঙ্গাবাজ একটা দল। এই বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না।

তিনি এদিন হাওড়া জেলায় পাঁচলা ও আমতাতে দুটি সভা করেন । এই দুটি সভা থেকেই সরাসরি বিজেপি ও মোদীকেই তিনি নিশানা করেন । একই সঙ্গে ভোটারদের কাছে আবেদন করেন আমরা যদি ৪২টি লোকসভা আসন জিততে পারি তা হলে দিল্লিও দখল করতে পারব ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

11 + eleven =