অসীম সরকারের বিরুদ্ধে দেগঙ্গা থানায় এফ আই আর কামরুজ্জামানের
বিশেষ প্রতিনিধি : পবিত্র কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার দেগঙ্গা থানায় এফ আই আর জমা দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। একই সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ আধিকারিকদের কাছে দাবি করেছেন দ্রুত আইনি ব্যবস্থা নিতে।
নদীয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে শুধু কটুক্তি করেননি, অত্যন্ত কুরুচিকর মন্তব্যের পাশাপাশি জাল কোরআন বলেও অভিহিত করেছেন। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সমগ্র মুসলিম সমাজ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কামরুজ্জামান তার চিঠিতে লিখেছেন অসীম সরকারের এই কটু মন্তব্য আমাদের ধর্মীয় আদর্শে আঘাত করেছে।

ভারতীয় বিধি অনুযায়ী কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অধিকার কোন ব্যক্তির নেই। তাই এই বেআইনি ও অনৈতিক কাজের জন্য অসীম সরকারকে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে। এদিন দেগঙ্গা থানায় কামরুজ্জামানের সঙ্গে মাস্টার আলী আকবর, ইমাম মাওলানা খলিলুর জামান, আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

