কলকাতা 

এস আই আর শিবিরে গিয়ে বচসা,গ্রেফতার ২

শেয়ার করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) কেন্দ্র করে পাড়ার মোড়ে মোড়ে যে সমস্ত ক্যাম্প বা শিবির গড়ে উঠেছে, তেমনই একটি শিবিরে পিতা ও পুত্রের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতার বচসা হয়েছিল। পরে তা গড়ায় হাতাহাতিতে। নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতারই করল পুলিশ। তবে পাল্টা নেতার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন ধৃতেরাও।

অভিযুক্ত পিতা নওশাদ আলি এবং পুত্র ইরশাদ জ়াহিদ। তিলজলায় তপসিয়া রোডের একটি এসআইআর শিবিরে কিছু দিন আগে স্থানীয় এক নেতার সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পড়েছিলেন। বচসাকে কেন্দ্র করে শিবির যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল। অভিযোগ, সে দিনের মতো বিবাদ থেমে গেলেও পরে নওশাদ এবং ইরশাদ ওই নেতার বাড়িতে চ়ড়াও হন এবং তাঁকে মারধর করেন। বাড়িতে এমন হামলার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। ফলে তার পর থেকে নেতার পরিবার আতঙ্কিত। তাঁরা পুলিশের দ্বারস্থ হন। তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করে।

Advertisement

অভিযুক্তদের বক্তব্য, নেতাও তাঁদের হেনস্থা করেছেন। মহিলাদের সামনে নানা ভাবে হেনস্থা করা হয়েছিল। সেই কারণেই বিবাদ বেড়েছে। আপাতত পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। আগে থেকে অভিযুক্তদের সঙ্গে ওই নেতার কোনও বিবাদ ছিল কি না, এসআইআর-এর শিবিরে ঠিক কী ঘটেছিল, খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ