কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা! বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! ঝলসে মৃত ১০
বুধবার মধ্যরাতে কর্নাটকের রাজধানী শহর বেঙ্গালুরু থেকে শিব মোগার যাওয়ার পথে চিত্র দুর্গে রাত্রি আড়াইটা নাগাদ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বহুযাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশে রওনা দিয়েছিল। রাত ২টো ৩০মিনিট নাগাদ কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছতেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ৪৮ নম্বর জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তারপরই বাসটিতে আগুন লেগে যায়। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহতের সংখ্যা বহু। পুলিশ সূত্রে খবর, বাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন। প্রত্যেকেই ঘুমাচ্ছিলেন। আচমকা মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায়।

https://x.com/PMOIndia/status/1966696981990175195?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1966696981990175195%7Ctwgr%5E0e12db9ab4d036eb5df7348726fec27345ff4aca%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fbus-catches-fire-after-collision-with-truck-in-karnataka-9-killed%2F
ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গৌড়া বলেন, “ট্রাকটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়। তারপরই সংঘর্ষ হয় বাসটির সঙ্গে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাঙ্কে ধাক্কা মারে। এর জেরেই আগুন লেগে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ট্রাক চালকেরও।” অন্যদিকে, বুধবার রাতেও তামিলনাড়ুতে একটি বাসদুর্ঘটনা হয়েছে। সেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
কর্নাটকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘কর্নাটকের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
ছবি ফাইল চিত্র।

