১৫ই ফেব্রুয়ারির মধ্যে চিংড়িহাটা মেট্রোর কাজ শেষ করতে হবে নির্দেশ হাইকোর্টের
আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণ শেষ করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল। আদালতের এই নির্দেশের পর মনে করা হচ্ছে চিংড়িহাটার মেট্রো প্রকল্পের জট কাটতে চলেছে। এই সময়সীমার মধ্যেই তিন রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য। আর তা কোন কোন তারিখে করা হবে, সেই তথ্য আগামী ৬ জানুয়ারির মধ্যে নির্মাণকারী সংস্থা আরভিএনএলকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের।
নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে। কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে এই প্রকল্পের কাজ। কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। সেখানে পিলার নির্মাণ করা হবে। আর সেই কাজ করতে ট্রাফিক ব্লক করতে হবে। আর তা করা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। শুধু তাই নয়, এই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাই কোর্টেও। অভিযোগ, এই কাজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। এই নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা আরভিএনএল-সহ একাধিক দফতরের সঙ্গে বৈঠক হয়। এমনকী হাই কোর্টের নির্দেশে গত কয়েকদফায় বৈঠকে বসেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

এরপরেও কাটেনি জট। গত শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হলে নির্মাণকারী সংস্থা আরভিএনএল আদালতে অভিযোগ করে জানায়, পুলিশ জানিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু মাত্র তিনদিন রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে। এরপরেই জানুয়ারি মাসে এই কাজ করা সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় হাই কোর্ট। এই প্রেক্ষাপটে এদিন মামলার শুনানিতে চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের পিলার নির্মাণে সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট। এখন দেখার আদালতের নির্দেশে শেষপর্যন্ত চিংড়িহাটা মেট্রো প্রকল্পের জট কাটে কিনা।

