হুমায়ূনের বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে কী বললো হাই কোর্ট?
আগামী কাল ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুরে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করার উদ্যোগ নিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ে তোলার ব্যাপারে আরও এককাট্টা। এরই মধ্যে গতকালই মসজিদ নির্মাণের প্রস্তাব সংবিধানবিরোধী বলে অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপই করল না আদালত। ডিভিশন বেঞ্চ জানাল, এই বিষয়ে শান্তি বজায় রাখার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই।

এদিন বেলডাঙায় মসজিদের শিলান্যাস নিয়ে মামলাকারীর পক্ষে সওয়াল করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আশঙ্কাপ্রকাশ করেন, এই শিলান্যাসের অনুষ্ঠান হলে তা নিয়ে শান্তি বিঘ্নিত হতে পারে।সম্প্রীতি নষ্ট হতে পারে। তাই রাজ্য যেন এলাকার শান্তিরক্ষার দায়িত্ব নেয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়টি রাজ্য সরকারকে ও পুলিশকে দেখতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য
ইতিমধ্যে ওখানে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন আছে, আদালতে জানায় কেন্দ্রও।

