আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে
বিশেষ প্রতিনিধি: প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে এ বছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স (NADT) কলকাতা রিজিওনাল ক্যাম্পাস এবং প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, ওয়েস্ট বেঙ্গল ও সিকিম রিজিয়ন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ’ একাডেমির যৌথ উদ্যোগে ব্লাইন্ড বয়েজে আয়োজিত হলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘পার্পেল ফেয়ার’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী ভার্মা গর্গ, NADT-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বি সত্যনারায়ন রাজু, এবং রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নরেন্দ্রপুরের প্রিন্সিপাল স্বামী একচিত্তানন্দ। তাঁদের হাতেই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

কয়েক শো দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী খেলাধুলা, সঙ্গীত পরিবেশনা, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করে দিনটি। শিশুদের উৎসাহ দেখে উপস্থিত অতিথিরাও অভিভূত হন।
সুরভী ভার্মা গর্গ বলেন, “এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেমেয়েদের আত্মনির্ভর করে তোলা। তাদের প্রতিভা বিকাশ ও সামাজিক সম্পৃক্ততায় আমরা সবসময় পাশে থাকব।”
স্বামী একচিত্তানন্দ মহারাজ বলেন, স্বামীজীর আদর্শে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বনির্ভর হয়ে ওঠার লক্ষে ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে।
সারাদিনব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বার্তা আরও একবার উজ্জ্বল হয়ে উঠল।

