জেলা 

সমন্বয়ের সোপান গোপীনাথপুর সার্বজনীন রক্ষাকালী পুজো

শেয়ার করুন

সংবাদদাতা,বাংলার জনরব: পুজো থাকুক পুরোহিতে আর উৎসব সবার হৃদয়ে বুনে দিক সৌহার্দ্যের বীজ। এই উদ্দেশ্যকে সামনে রেখেই গত ১৮ ই নভেম্বর ২০২৫ হুগলী জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে সাড়ম্বরে উদ্বোধন হয় সার্বজনীন রক্ষাকালী পুজোর। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় কালীমন্দির সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহরায়, লস্করপুর শিবানন্দ আশ্রমের মহারাজ স্বরূপ প্রজ্ঞানন্দজী, আশ্রমের উপাধ্যক্ষ বৈদ্যনাথ চক্রবর্তী, সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, স্থানীয় বিশিষ্ট জন কাশীনাথ পাঁজা, বিশ্বেশ্বর দে, অনিল কুমার ঘোষ, পুরোহিত শুকদেব ব্যানার্জী, উৎসব কমিটির যুগ্ম সভাপতি পান্নালাল পাত্র, লক্ষ্মীকান্ত মন্ডল, সম্পাদক পুষ্পেন গাঙ্গুলি, আহ্বায়ক উমাশঙ্কর ঘোষ, সুদীপ কর্মকার, বিনয় দাস, মিলন গাঙ্গুলী প্রমুখ, । উদ্বোধনী সভায় অতিথি ও বিশিষ্ট জনদের আলোচনার আগে কালীমন্দিরের প্রবেশ দ্বারে ফিতে কেটে রক্ষাকালী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মানীয় বিধায়ক রামেন্দু সিংহরায় সঙ্গে স্বরূপ প্রজ্ঞানন্দ মহারাজ। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর জি বাংলা খ্যাত শিশু শিল্পী সৃজনী দাসের গাওয়া ‘শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফুলের মালিকা’ বহুশ্রুত গান দিয়ে শুরু হয় তাৎপর্য আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান। আলোচনার শুরুতে কালীপুজোর অন্তর্নিহিত ভাব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন স্বরূপ প্রজ্ঞানন্দ মহারাজ। বিশেষ অতিথির ভাষণে বিধায়ক রামেন্দু সিংহরায় কালীপুজো কে কেন্দ্র করে তুলে ধরেন উৎসবের মাহাত্ম্য। তাঁর আলোচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ধর্ম যার যার উৎসব সবার’ সেই মর্মার্থ ফুটে ওঠে। মূলতঃ হিন্দু মুসলমান সম্মিলিত গোপীনাথপুর গ্রামের রক্ষাকালী পুজোর এহেন আয়োজনের জন্য গ্রামের তরুণ প্রজন্মের ভূয়শি প্রশংসা করেন।

Advertisement

অতিথিদের আলোচনার পর ‘জলতরঙ্গ’ গোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। রুচি সম্মত সংগীতের ডালিতে সাজানো মনোরঞ্জক অনুষ্ঠানটি সুনিপুণ ভাবে পরিচালনা করেন বিভিন্ন মঞ্চ খ্যাত বিশিষ্ট বাচিক শিল্পী তথা নাট্যব্যক্তিত্ব শুভাশীষ সিংহ চৌধুরী। জলতরঙ্গ গোষ্ঠীর একগুচ্ছ সংগীতের পর শুভাশীষ তাঁর দরদি কন্ঠে আবৃত্তি করে শোনান সাহিত্যিক সেখ আব্দুল মান্নান এর মর্মস্পর্শী কবিতা ‘সে আমার মা’। এর পর সমাপ্ত হয় প্রথম দিনের অনুষ্ঠান।

রক্ষাকালী পুজো উপলক্ষে প্রতিবারের মত এবারও গত ১৮ থেকে ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত চারদিন ব্যাপী অনুষ্ঠিত হয় গরিবদের শীতকালীন বস্ত্র বিতরণ, শিবম অর্কেস্ট্রার বিচিত্রা অনুষ্ঠান, নটরাজ একাডেমির নৃত্যানুষ্ঠান, নাট্যব্যক্তিত্ব আশীষ বর্মন নির্দেশিত গোপীনাথপুর নটরাজ অ্যাকাডেমি পরিবেশিত সামাজিক যাত্রাপালা ‘ জ্বলছে চিতা বাজছে সানাই’ এবং হাওড়া রকার্স এর উপস্থাপনায় নানবিধ সংগীতানুষ্ঠান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ