হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র! মৃত্যু খবর ভুয়ো ছিল, ক্ষুব্ধ হেমা মালিনী
বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র মারা যাননি। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার মাঝখানেই খবর রটে যায় তিনি নাকি মারা গেছেন। তিনি অবশ্য মুম্বাইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা।
ধর্মেন্দ্রর টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়।

উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের। পরবর্তীকালে তাঁর পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে নিশ্চিত করা হয়। বলিউডের ‘হিম্যান’কে দেখার জন্য তড়িঘড়ি হাসপাতালে পৌঁছন অনেকেই। অন্যদিকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ হেমা লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলি কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যে খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।”

