কলকাতা 

শারদীয় উৎসবের মাঝে কলকাতা পুলিশের বড় সাফল্য, চুরি যাওয়া ৭ লক্ষ টাকার গয়না মাত্র দু ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার এক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: শারদীয়া উৎসব শুরু হয়ে গেছে মহালয়ের দিন থেকেই। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রতিমা দর্শন করার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন। আজ বুধবার চতুর্থির দিন টালিগঞ্জের কাছে ঠাকুর দেখতে গিয়ে এক মহিলার গাড়ি থেকে খোয়া যায় ৭ লক্ষ টাকার গয়না এবং দামি মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে দুপুর দুটো নাগাদ আর বিকেল চারটে নাগাদই এই চুরি হওয়া গয়না উদ্ধার করে কলকাতা পুলিশ প্রমাণ করিল তাদের দক্ষতা। গয়না চুরির অভিযোগে সুরুজ মোল্লা নামে এক মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে,বুধবার দুপুর ২টো নাগাদ গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা দেবলীনা বিশ্বাস ঝা। শিবমন্দিরের পুজোমণ্ডপের ভিআইপি গেটের কাছে গাড়ি রেখে ঠাকুর দেখতে গিয়েছিলেন তিনি। তাঁর দাবি, ফিরে এসে তিনি দেখেন, গাড়ির একটি কাচ ভাঙা। গাড়ির ভিতরে থাকা ফোন এবং গয়না খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ দায়ের করেন টালিগঞ্জ থানায়। তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

দেবলীনা পুলিশকে জানান, গাড়িতে তাঁর এক জোড়া সোনার বালা, দু’জোড়া কানের দুল, দু’টি আংটি, একটি নেকলেস, একটি হার এবং একটি হারের লকেট ছিল। ছিল একটি মোবাইল ফোনও। ফোন ছাড়াও সোনার জিনিসগুলির মোট অর্থমূল্য সাত লক্ষ টাকা বলে তিনি পুলিশকে জানান। পুলিশ তদন্ত শুরু করার পরেই দ্রুত ঘটনার কিনারা হয়। গয়না-সহ চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার হয়। অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ