পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দেশজুড়ে সিবিআই তল্লাশি,আটক উলুবেড়িয়ার শাহানুর
বাংলার জনরব ডেস্ক : পাসপোর্ট জালিয়াতি অভিযোগে দেশজুড়ে প্রায় ৫০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। পশ্চিমবাংলাও এর বাইরে নয়। আজ শনিবার ভোর থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। হাওড়া জেলার উলুবেড়িয়ার মহেশখালী গ্রামের খুব ভোরবেলা পৌঁছে যায় সিবিআই একটি টিম। শেখ শাহানুর নামে এক ব্যক্তির বাড়িতে ছয় সদস্যের সিবিআই আধিকারিকদের নিয়ে উলুবেরিয়া ওই বাড়িতে পৌঁছে যায় পরে শাহানুরকে আটক করা হয় এবং তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
শাহানুরের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি কলকাতার রুবি হাসপাতালের পাশে যে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে সেখানে সিবিআই যায়। সল্টলেক, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম সহ দেশের ৫০টি জায়গায় পাসপোর্ট জালিয়াতের অভিযোগ নিয়ে সিবিআই তল্লাশি চালাচ্ছে।

সূত্রের খবর, তার পরও সাহানুরের জবাবে খুশি হতে পারেননি তদন্তকারীরা। তাঁরা আরও জিজ্ঞাসাবাদের জন্য সাহানুরকে গাড়িতে তুলে নিয়ে চলে যান। অন্য দিকে, রুবি এলাকায় পাসপোর্টের অফিসে সাতসকালে সিবিআইয়ের একটি বড় দল গিয়েছিল।
সাহানুরের প্রতিবেশীদের সূত্রে খবর, তিনি ভিসা এবং পাসপোর্টের কাজ করতেন। তাঁর অফিস সল্টলেকে। শনিবার ভোর থেকে সিবিআইয়ের একটি দল সেই সাহানুরের বাড়িতে ঢোকার পর থেকে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সকাল ১১টা নাগাদ সিবিআইয়ের দলটি বেরিয়ে যায়। তাদের সঙ্গে সাহানুরও ছিলেন।
ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। তবে তদন্তকারী সংস্থার একটি সূত্রে খবর, ভিন্ রাজ্যের একটি মামলায় এই হানা। মূলত নকল পাসপোর্ট তৈরির অভিযোগ খতিয়ে দেখতেই জায়গায় জায়গায় তল্লাশি করছে সিবিআই। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, সিকিম, গ্যাংটক ইত্যাদি জায়গায় অভিযান চালানো হয়েছে। অন্তত ২৪ জনের নামে এফআইআর হয়েছে।

