জেলা 

চাকলা ধাম পরিদর্শনে মন্ত্রী -জেলাশাসক

শেয়ার করুন

দেগঙ্গা, উঃ চব্বিশ পরগনা : লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান হিসাবে প্রখ্যাত উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চাকলা ধাম পরিদর্শনে গিয়ে একগুচ্ছ উন্নয়নমুখী কর্মযজ্ঞের কথা শোনালো প্রশাসনিক কর্মকর্তারা।

Advertisement:

Advertisement

সম্প্রতি কয়েকদিন আগেও সপরিষদ রাজ্য মন্ত্রী সভার সদস্য শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাকলা ধাম পরিদর্শনে গিয়ে মন্দির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৃহস্পতিবার আবারো তিনি মন্দির চত্ত্বরে উপস্থিত হয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একগুচ্ছ সামাজিক কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন মন্দিরে সারা বছর প্রচুর সংখ্যক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে থাকে চাকলা ধাম।তাই পুণ্যার্থীদের সুবিধার্থে সমস্ত রকমের জনহিতকর কাজ রূপায়িত হচ্ছে।উক্ত প্রতিনিধি দলে মন্দিরের পরিকাঠামো উন্নয়ন ও পরিদর্শনে উপস্থিত থেকে জেলা প্রশাসনের সব রকমের সহযোগিতার কথা শোনায় জেলাশাসক শ্রী শরৎকুমার দ্বিবেদী।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,মহাকুমা শাসক সোমা সাউ,হাবড়ার পৌর প্রশাসক নারায়ন সাহা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুর রহমান, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, আইসি দেগঙ্গা শ্যাম প্রসাদ সাহা, মন্দির কতৃপক্ষ শান্তিপাল,সুব্রত হাজরা, নবকুমার দাস,স্বপন দাস, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ