আন্তর্জাতিক 

ফের বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত ১, আহত ৫

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের বন্দুকবাজের হানা আমেরিকায়। টরন্টোর ভরা রাস্তায় চলল এলোপাথাড়ি গুলি। এখনও পর্যন্ত অন্তত ১ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার কথা জানা গিয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত বন্দুকবাজের।

টরন্টো পুলিশের তরফে জানানো হয়েছে, ফ্লেমিংটন ও জাকারি রোডসের কাছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের অব্যবহিত দূরত্বেই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে আটটা নাগাদ হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত পাঁচ। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কারওই চোট গুরুতর নয় বলেই জানানো হয়েছে। হামলাকারীর সম্পর্কে বিশদে কিছু জানানো হয়নি। তবে জানানো হয়েছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের কাছাকাছি অঞ্চলে তল্লাশি চলছে।

Advertisement

গত কয়েক বছরে আমেরিকায় ক্রমেই বাড়ছে বন্দুকবাজের হামলার ঘটনা। গত এপ্রিলে শিকাগোয় এক পারিবারিক অনুষ্ঠানে চলেছিল ১৮ রাউন্ড গুলি। ঘটনাস্থলে এক যুবক ও এক শিশুর মৃত্যু হয়। আরও ৭ জন গুরুতর জখম হয়। জানুয়ারির শেষের দিকেও শিকাগোয় হামলা চালায় বন্দুকবাজ। তিনটি জায়গায় চলে গুলি। হামলায় অন্তত আটজনের মৃত্যুর কথা জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও বহুবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান তিন পড়ুয়া।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ