কলকাতা 

পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান সাক্ষীর মৃত্যু! ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে স্বস্তিতে অয়ন?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মূল সাক্ষী সৌমিক চৌধুরী। পুরনিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। এক সঙ্গে ব্যবসায়িক কাজকর্মও দেখভাল করতেন। তাঁকে হেফাজতে না নিলেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। তাঁর মৃত্যুর ফলে ইডির দায়ের করা মামলায় অয়ন কিছুটা স্বস্তি পেতে পারেন বলে মনে করছেন সৌমিকের আইনজীবী সঞ্জীব দাঁ।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই উভয়েই তদন্ত চালাচ্ছে। ইডির দায়ের করা মামলায় সৌমিককে মূল সাক্ষী হিসাবে ব্যবহার করার কথা ছিল ইডির। কিন্তু এরই মধ্যে শুক্রবার বেশি রাতের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বছর পঞ্চাশের সৌমিকের মৃত্যুর নেপথ্যে অস্বাভাবিক কিছু এখনও পাওয়া যায়নি।

Advertisement

বর্তমানে কলকাতায় থাকলেও আগে হুগলির চুঁচুড়ায় থাকতেন সৌমিক। হুগলি জেলায় থাকাকালীনই অয়নের সঙ্গে পরিচয় হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, এক কালে এলআইসির এজেন্ট ছিলেন সৌমিক। পরে অয়নের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ বৃদ্ধি হয়। পুরনিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের তদন্ততেও বার বার উঠে এসেছে সৌমিকের প্রসঙ্গ। চলতি বছরের জুলাই মাসে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটেও রয়েছে তাঁর নাম। সিবিআইয়ের দাবি, অয়নের বন্ধু এবং এজেন্ট ছিলেন এই সৌমিক। তিনি ১০-১২ জনকে বিভিন্ন পুরসভায় চাকরি দিয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি আরও এক জন এজেন্টের কথাও সিবিআইয়ের ওই চার্জশিটে উল্লেখ ছিল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ