আন্তর্জাতিক 

গাজা উপত্যকায় যেভাবে ইসরাইল আগ্রাসন চালাচ্ছে তাতে আগামী দিনে ইসরাইলই মানচিত্র থেকে মুছে যাবে : ইরান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গাজা উপত্যকায় যেভাবে ইসরাইল আগ্রাসন চালাচ্ছে তাতে আগামী দিনের ইসরাইলই মানচিত্র থেকে মুছে যাবে বলে হুঁশিয়ারি দিলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের উপরাষ্ট্রমন্ত্রী।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে ইসরাইল যে মানবতাবিরোধী অপরাধ করছে তাতে যদি এই যুদ্ধের আরো বিস্তার ঘটে তাহলে ইসরাইল পুরোপুরি মুছে যাবে। গতকাল (সোমবার) এক টেলিভিশন সাক্ষাৎকারে আলী বাকেরি কানি এ মন্তব্য করেছেন।

Advertisement

হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে যে বিশাল অভিযান চালিয়েছে তাকে তেল আবিবের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য ‘অপূরণীয় ভূমিকম্প’ বলে মন্তব্য করেন।

আলী বাকেরি কানি বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে তেল আবিব যে বর্বরতা চালাচ্ছে তা যদি আরো বিস্তৃত হয় তাহলে আমরা বলতে পারব না ইসরাইল ক্ষতিগ্রস্ত হবে, কারণ তখন ইসরাইলের পরাজয় কিংবা বিজয় বলে কিছু থাকবে না।”

ইসরাইল সেনারা সোমবার রাতের দিকে গাজা উপত্যকার উপকণ্ঠে স্থল অভিযান চালানোর চেষ্টা করে তবে হামাসের প্রচণ্ড প্রতিরোধের মুখে তারা ট্যাংক নিয়ে পিছু হটতে বাধ্য হয়। এরপর ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এই বার্তা যথেষ্ট তাৎপর্য বহন করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ