আন্তর্জাতিক 

‘‘ফিলিস্তিন জনতার বিরুদ্ধে ইহুদি শাসকদের অত্যাচার অব্যাহত থাকলে কেউ মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না। গাজ়ায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে’’ : খোমেইনি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গাজায় ইসরাইলি সেনার হামলা চলতে থাকলে এবং বোমাবর্ষণের ধারাবাহিকতা চলতে থাকলে সমগ্র মুসলিম বিশ্ব তার প্রত্যাখাত দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খোমেইনি।

আজ মঙ্গলবার ফিলিস্তিন বনাম ইসরাইলি সংঘর্ষের একাদশতম দিনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিতে গিয়ে উপরোক্ত মন্তব্যটি করেছেন শিয়া সম্প্রদায়ের খলিফা। তিনি এদিন বলেন,‘‘ ফিলিস্তিন জনতার বিরুদ্ধে ইহুদি শাসকদের অত্যাচার অব্যাহত থাকলে কেউ মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না। গাজ়ায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।’’

Advertisement

গাজ়া সীমান্তে হামাসের আল কাশিম ব্রিগেড এবং ইজ়রায়েলি সেনার সংঘর্ষের চতুর্থ দিনে, গত ১০ অক্টোবর প্রথম ইরানের সরকারি সংবাদমাধ্যমে বক্তৃতা করেছিলেন খোমেইনি। তিনি ইসরায়েলে হামলাকারী হামাস বাহিনীকে খোলাখুলি সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘‘ফিলিস্তিনবাসীর জন্য আমি গর্বিত।’’

তবে সেই সঙ্গেই তিনি দাবি করেছিলেন, ৭ অক্টোবরের ভোরে গাজ়া সীমান্তবর্তী ইজ়রায়েলি ভূখণ্ডে হামাসের ধারাবাহিক রকেট হামলায় ইরানের কোনও মদত নেই। এ বার সরাসরি ইজ়রায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র বাহিনী হিজ়বুল্লার সঙ্গে ইতিমধ্যেই লেবানন সীমান্তে ইসরায়েল ফৌজের লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার ভোরে লেবানন সীমান্ত পেরিয়ে ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাতে গিয়ে চার জন হিজ়বুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে তেল আভিভের দাবি। এই পরিস্থিতিতে খোমেইনির মুখে ‘মুসলিম বিশ্বের প্রত্যাঘাতের’ হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান সোমবার ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘ইহুদি আগ্রাসন বন্ধ না হলে ওই এলাকায় আমাদের সকলের বন্দুক তাক করা আছে।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ