জেলা 

সোনার বাংলা ফাউন্ডেশনের পথচলা শুরু

শেয়ার করুন

এম এ মনু, বারাসাত :  আর্ত মানুষের সেবায় নিয়োজিত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করল সোনার বাংলা ফাউন্ডেশন ,বারাসাত জেলা পরিষদ সভা গৃহে প্রদীপ প্রজ্জ্বলিত করে সোনার বাংলা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবানা পারভিন জানালেন, দীর্ঘ বছর ধরে আর্ত মানুষের সেবায় বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজে নিজেকে নিয়োজিত করেছি , জন সেবার কাজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্য নিয়ে সোনার বাংলা ফাউন্ডেশন সংস্থা গঠন করা।

ঐদিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী , চিকিৎসক, শিক্ষক, আইনজীবি উপস্থিত ছিলেন, সুমিত সাহা, দিলীপ মন্ডল, সিকান্দার নাজ, আলী আকবর, বিশিষ্ট সমাজসেবী সুপ্রভা দেবী, আনিসুর রহমান প্রমুখ। সংস্থার সম্পাদক রুহুল আমিন গোলদার। এদিন সামনে শারদীয়া পূজাকে লক্ষ্য রেখে দুস্ত মহিলা ও শিশুদের হাতে বস্ত্র তুলে দেয়া হয়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ