ফুরফুরা শরীফে শিক্ষক দিবস পালন
আজ শিক্ষক দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষা কেন্দ্রে শিশুদের কুরআন পাঠ, গজল, কবিতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশুদের নিয়ে কেক কাটা, শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন, সম্পাদক মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। এছাড়া মোল্লা আবিদুর রহমান, মোল্লা হাফিজুর রহমান, হাফেজ সেখ আতাবুল, মোল্লা নহিফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। যে সকল শিক্ষিকা সংবর্ধিত হলেন, হোসনা পারভিন, আলিয়া বেগম, ইয়াসমিন খাতুন, সিরাতুন নেসা, তানিসা খাতুন, আমেনা খাতুন, মিতালী ঘোষ, ফারহিন খাতুন, তামান্না সাফরিন।