কলকাতা 

Nawshad Siddiqui: “দুর্নীতি, অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে” ৪২ দিন পর জেল থেকে বেরিয়ে দৃঢ়তার সঙ্গে একথা বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: “মানুষ জবাব দিতে শুরু করেছে। দুর্নীতি, অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে।” ৪২ দিনের মাথায় জেল থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা এ কথা বলেন।  রাজ্য প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি আবারও বলেন, “কেউ যদি ভাবে আটকে রাখায় ভুল পেয়ে গিয়েছি, তা ভুল হবে।” আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নওশাদের হুঁশিয়ারি, “মানুষ জবাব দিতে শুরু করেছে। দুর্নীতি, অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে।”

গত ২১ জানুয়ারি গ্রেফতার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তারপর নানা আইনি মারপ্যাঁচে প্রায় ৪০ দিন জেলবন্দি থাকতে হয় তাঁকে। অবশেষে গত বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট নিঃশর্তে আইএসএফ বিধায়ককে জামিনে মুক্তি দেয়। আদালত রাজ্যকে জানিয়েছে, “পুলিশকে সরাসরি মারতে বলেছেন নওশাদ সিদ্দিকি বা সরাসরি শারীরিক নিগ্রহের ঘটনায় যুক্ত তিনি, এই মর্মে এখনও কোনও ভিডিও ফুটেজ আমরা পাইনি।”

Advertisement

ডিভিশন বেঞ্চ জানায়, কেস ডায়রি থেকে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। আদালতের নির্দেশ, নওশাদকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী আধিকারিক ডাকলে যেতে হবে। মোট ৬৫ জন মামলাকারীর মধ্যে ৬৪ জনের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। কোনও শর্ত ছাড়াই জামিনের আবেদন মঞ্জুর হয়।

তবে জামিন পাওয়ার পরেও শুক্রবার দিনভর প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হয় নওশাদকে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের দাবি, জেল লক-আপ বন্ধ হওয়ার আগে রিলিজ অর্ডার-সহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় নওশাদকে জেলেই কাটাতে হয়। শনিবার সকালে মুক্তি পান বিধায়ক।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জামিন দেওয়ার সত্ত্বেও শুক্রবার নানা কারণে প্রেসিডেন্সি সংশোধনাগারে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৬৪ জন কে আটকে রাখায় মমতা সরকারের জনপ্রিয়তা আরো দলা নিতে থেকেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। অকারনে নওশাদ সিদ্দিকীকে দীর্ঘদিন জেলে রাখার খেসারত তৃণমূল সরকারকে দিতে হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সমগ্র দক্ষিণবঙ্গে বাঙালি মুসলিম ভোট তৃণমূলের কাছ থেকে সরে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ