কলকাতা 

মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান : তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাধ্যমিক ২০২৩ ভৌতবিজ্ঞান

          ৩ মার্চ ● শুক্রবার

*তোমাদের জন্য প্রিয় শিক্ষকদের ভাবনা*

      বাংলার জনরব স্পেশাল

♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️♾️

*রসায়নের চিহ্ন-সংকেত সহ সংজ্ঞা-সূত্রের গুরুত্বপূর্ণ কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে*

♾️▪️♾️▪️♾️▪️♾️▪️♾️▪️♾️

Advertisement

পলাশ ঘোষ, শিক্ষক, গলাশিয়া সেবক সংঘ হাইস্কুল

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

সুপ্রিয় ছাত্র-ছাত্রী,

ঐচ্ছিক বিষয় বাদ দিলে ভৌত বিজ্ঞান তোমাদের শেষ পরীক্ষা। সবকটি বিষয়ের মতো এটাতেও ভালো নম্বর তুলতে হবে। এসো পরীক্ষা দিতে যাওয়ার আগে কয়েকটি বিষয় আরো একবার সচেতন করে দিই। একটু সতর্কতার সঙ্গে পরীক্ষা দেবে, দেখবে নিশ্চয়ই, সর্বোচ্চ নম্বর তুলে আনতে পারবে।

● প্রশ্নপত্রের পরিকাঠামো :-

ইতিমধ্যে দেখে নিয়েছো ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রের পরিকাঠামো কেমন হয়। এর কিছুটা অংশ হয় তথ্যভিত্তিক, কিছুটা হয় ব্যাখ্যা মূলক এবং বাকি অংশ গাণিতিক সমস্যাভিত্তিক।

● উত্তরপত্র কেমন করবে :-

উত্তর লেখার ক্ষেত্রে কিছু সাধারণ জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যেগুলো তোমরা জানো।

¤ আলো চ্যাপ্টারের উত্তর লেখার সময় চিত্র দেওয়ার চেষ্টা করতে হবে এবং চিত্রে রশ্মির তীরচিহ্ন থাকতে হবে।

¤ যে কোনো সূত্রের বিবৃতি লেখার সময় সংশ্লিষ্ট গাণিতিক রূপটি দিতে হবে।

¤ রসায়ন বিভাগের প্রশ্নগুলির উত্তর লেখার সময় সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটি লিখে দিতে হবে।

¤ কোনো রাসায়নিক দ্রব্যের নাম লিখলে পাশে ব্র‍্যাকেটের মধ্যে তার সংকেতও লিখে দিতে হবে।

¤ রাসায়নিক বিক্রিয়ার শর্তগুলি সমীকরণে দেখাতে হবে এবং বিভিন্ন পদার্থগুলির ভৌত অবস্থা নির্দিষ্ট নিয়মে দেখাতে হবে।

¤ তাপন-মূল্যের সংজ্ঞা লেখার সময় ‘সম্পূর্ণ দহন ‘ কথাটি অবশ্যই লিখতে হবে।

¤ মনে রাখতে হবে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞায় চাপ ও ভর স্থির থাকে এবং উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করা হয়, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞায় ‘স্থিতাবস্থায়’ শব্দটি লিখতে অনেকেই ভুলে যায়। এটা কিন্তু লিখতেই হবে।

¤ মোটর গাড়িতে ভিউফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়, এই প্রশ্নের উত্তর লেখার সময় ‘দৃষ্টিক্ষেত্র বেশি’ লিখতেই হবে এবং এর সঙ্গে চিত্র দেবে।

¤ স্নেলের সূত্র লেখার সময় দুই মাধ্যমের বিভেদতলে ‘আনতভাবে’ আপতিত আলোকরশ্মি – লিখতে হবে।

¤ বিক্ষেপণ এবং বিচ্ছুরণ শব্দদুটি শুনতে অনেকটা

একই রকম মনে হলেও দুটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা, লেখার সময় সচেতন থাকবে।

¤ ওহমের সূত্রের গাণিতিক রূপে I সমানুপাতিক V হয় কিন্তু V সমানুপাতিক I হয় না।

¤ রোধাঙ্ক-এর সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতার কথা উল্লেখ করতে হবে।

¤ তেজস্ক্রিয়তার সংজ্ঞা লিখতে গিয়ে, এটি যে স্বতঃস্ফুর্ত ঘটনা, তা লিখতে হবে।

¤ নিউক্লিয় সংযোজন বা বিভাজনের সংজ্ঞা লিখলে উদাহরণস্বরূপ নিউক্লিয় বিক্রিয়ার সমীকরণ দেবে।

¤ আয়োনাইজেশন শক্তির সংজ্ঞায় বেশ কিছু শর্ত আছে, যেগুলি প্রতিটি লিখতে হবে।

¤ লুইস-ডট গঠন গুলি ভালো করে প্র্যাকটিস করবে।

¤ প্রতিটি ধাতুর দুটি করে আকরিকের নাম এবং সংকেত মনে রাখবে।

¤ গুরুত্বপূর্ণ সংকর ধাতুগুলির উপাদানগুলি এবং ব্যবহার মনে রাখতে হবে।

¤ কার্যকরী গ্রুপ গুলির নাম ও সংকেত এবং মনোমার ও পলিমারের নাম ও সংকেত গুলি মনে রাখতে হবে।

¤ প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় যত্নশীল হতে হবে। যুক্তিগুলো যেনো ঠিকঠাক হয়। লেখার সময় ভাবতে হবে যেন তুমি পরীক্ষককে বোঝাচ্ছো।

¤ একটানা লিখবে না, প্যারাগ্রাফ পাল্টে পাল্টে এবং সম্ভব হলে পয়েন্ট করে করে উত্তর লিখবে।

¤ যেসব জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা আছে সেগুলিকে বিশেষ করে মনে রাখবে।

¤ পরীক্ষার জন্য অকারণে ভয় পাবেনা। তোমার একটাই কাজ, তা হল জানা জিনিস গুলো ঠিকঠাক ভাবে লিখে আসা। অজানা প্রশ্ন পরীক্ষায় আসবে কিনা সেটা তোমার হাতে নেই। ফলে কি আসবে এই ভেবে ভয় পেয়ে লাভ নেই, পরীক্ষা হলেই সেটা দেখা যাবে। নিজের সবটুকু দিয়ে প্রস্তুতি নাও আর নির্ভয়ে পরীক্ষা দাও। সকলের খুব ভালো পরীক্ষা হবে।

শুভেচ্ছা রইলো।

➖▪️➖▪️➖▪️➖▪️➖▪️➖

সৌজন্যে : অনুসন্ধান কলকাতা


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ