কলকাতা 

West Bengal SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার সেই বিখ্যাত সৎ রঞ্জন গ্রেফতার হওয়ার পরেও সংশয়ের সুর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে সিবিআই এর প্রতি ফের নিজের অনাস্থা প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও আজ শুক্রবার সিবিআই বাগদার সেই বিখ্যাত সৎ রঞ্জন কে গ্রেফতার করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়। এই খবর পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘কে, সৎ রঞ্জন গ্রেফতার হয়েছে তো? হ্যাঁ, আমি জানি।’’ এর পরেই সংশয়ের সুর বিচারপতির গলায়। বলেন, ‘‘কিন্তু কী হবে? কিছুই হবে না। গত ৭-৮ মাস ধরে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেফতার করে কী হবে?’’

নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করার জন্য শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে নিজাম প্যালেসের কার্যালয়ে তলব করেছিলেন তদন্তকারীরা। সিবিআইয়ের দাবি, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন চন্দন। তার পরেই চন্দন ওরফে রঞ্জনকে গ্রেফতার করে সিবিআই। সেই খবর এসে পৌঁছয় হাই কোর্টের এজলাসে বসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছেও। গ্রেফতারির খবর পেয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই খবর নিয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। জানান, বাগদার রঞ্জনকে গ্রেফতার করেছে সিবিআই। তা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘কে, সৎ রঞ্জন গ্রেফতার হয়েছে তো? হ্যাঁ, আমি জানি।’’ এর পরেই সংশয়ের সুর বিচারপতির গলায়। বলেন, ‘‘কিন্তু কী হবে? কিছুই হবে না। গত ৭-৮ মাস ধরে তো তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেফতার করে কী হবে?’’

Advertisement

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ