জেলা 

“পঞ্চায়েত নির্বাচনে বাঁশ, লাঠির বদলা নেবে সাধারণ মানুষ” বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মালদহ জেলার তৃণমূল সভাপতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শাসক তৃনমূল দলের নেতা কর্মীরা ইদানিং কথায় কথায় বিরোধীদলের কর্মী নেতাদের হুমকি দিয়ে চলেছেন। তৃণমূল দলের সাংসদ সৌগত রায়ের মতো একজন বুদ্ধিজীবী ও বিরোধীদলকে নানা ভাবে কু কথায় আক্রমণ করছেন। এবার সংযোজন হলেন মালদহ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি রীতিমতো বিরোধী দলের নেতা কর্মীদের হাত এবং পা কেটে নেওয়ার নিদান দিয়েছেন। তৃণমূলের মালদহ জেলার সভাপতি এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি সরগম হয়ে উঠেছে।

তৃণমূলের বিরুদ্ধে অযথা কুৎসা করা হচ্ছে, এই অভিযোগে মালদহে মহামিছিল করা হয়। ওই মহামিছিল শেষে গাজোল বাসস্ট্যান্ডে এক পথসভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধী বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে তোপ দাগেন। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচন প্রতিরোধ গড়ে তুলব। তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। পা কেটে দেওয়া হবে। প্রতিটি বুথে তৃণমূল ঐক্যবদ্ধ। কত শক্তি আছে বুথে নেমে দেখান। পঞ্চায়েত নির্বাচনে বাঁশ, লাঠির বদলা নেবে সাধারণ মানুষ।”

Advertisement

এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই কথার মাধ্যমে বোঝা যায় ওনার সংস্কৃতি ঠিক কীরকম। যেমন সংস্কৃতি তেমনই কথা বলেছেন।” সিপিএম এবং কংগ্রেসের গলাতেও সমালোচনার সুর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ