স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে চেঙ্গাইলে সিটু সমর্থিত বেঙ্গল চটকল মজদুর ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবির
এম এ মনু : আজ ১৫ আগষ্ট ৭৫ বছর স্বাধীনতা দিবসে প্রয়াত কমরেড গোপাল বিশ্বাস, কমরেড সৈয়দ মল্লিক স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করে চেঙ্গাইল ল্যাডলো জুট মিল শ্রমিক সংগঠন বেঙ্গল চটকল মজদুর ইউনিয়ন।
হাওড়া জেলা সি আই টি ইউ নেতা সামশুল মিদ্দে বলেন রক্ত দান জীবন দান।এর কোন বিকল্প নেই।এখানে কোন জাতি ভেদাভেদ নেই। বর্তমান সময় বিভেদ কামী, রাজনৈতিক দল ধর্ম নিয়ে জাতি নিয়ে অসহিষ্ণুতা ছড়িয়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে, এই অশুভ শক্তির বিরুদ্ধে একযোগে লড়াইয়ে নামতে হবে।
ল্যাডলো জুটমিল ইউনিয়নের সম্পাদক সারা উদ্দিন জানালেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই রক্ত দান শিবিরে ৫জন মহিলা সহ ৭০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন, গ্রহিতা সঞ্জীবন হাসপাতাল। উপস্থিত ছিলেন সিপিএমের নেতা ও উলুবেড়িয়া পুর সভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবির উদ্দিন মোল্লা, প্রাক্তন বিধায়ক মোহন মন্ডল প্রমুখ।