পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়লেন মহিলা! জোকা ইএসআই হাসপাতালের সামনে কেন এমন ঘটনা ঘটলো ? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থের স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তাঁর গাড়ির দিকে জুতো ছোড়েন এক মহিলা। যদিও জুতো পার্থের গায়ে লাগেনি। তাঁর গাড়িতে লেগেই পড়ে যায়।
ওই মহিলার নাম শুভ্রা ঘড়ুই। তাঁর বাড়ি আমতলায়। তাঁর ছোড়া জুতো পার্থের গায়ে না লাগায় মহিলার আফসোস, ‘‘জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’
আজ মেডিক্যাল পরীক্ষা করাতে জোকায় নিয়ে আসা হয়েছিল প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলাও। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুড়ে মারেন পার্থকে লক্ষ্য করে। পার্থ অবশ্য তখন গাড়িতে।
পরে ওই মহিলা বলেন, ‘‘ওঁদের কোটি কোটি টাকা। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি করে হাসপাতালে আসছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’