অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রীর নাম দিলেন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কেন এমন করলেন ? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক: রাজ্যে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন নেত্রী সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম পাইনি। এরপর ইডি সূত্রে জানা গেছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অ্যারেস্ট মেমোয় তিনি মুখ্যমন্ত্রীর নাম এবং ফোন নাম্বার লিখে দিয়েছেন। এমনকি ইডির হেফাজতে থাকাকালীন সময়ে পার্থবাবু কার সঙ্গে যোগাযোগ করতে চান সে বিষয়ে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ করতে চান এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষ দানা বেধেছে বলে জানা গেছে।
শনিবার গ্রেফতার হওয়ার পর পার্থ বলেন, ‘‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পারিনি। তবে আমার কোনও টেনশন নেই।’’ সূত্রের দাবি, গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু মমতাকে ফোনে পাননি তিনি। যদিও পরে ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করেন, এই ধরনের তল্লাশির ক্ষেত্রে এজেন্সির লোকজন শুরুতেই ফোন নিয়ে নেন। তাই পার্থদা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এই তল্লাশি নিয়ে পার্থর নিজের অবস্থান কী, সেটাও এখনও স্পষ্ট নয় দলের কাছে।
এর মধ্যেই আবার জানা যায় নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম ও মোবাইল নম্বর উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী। হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান, ইডি অফিসাররা সেটা জানতে চাইলে তিনি মুখ্যমন্ত্রীর নাম ও নম্বর দিয়ে দেন। এ ব্যাপারে দল যে তাঁর উপর ক্ষুব্ধ-অসন্তুষ্ট, তৃণমূল নেতৃত্ব তা বুঝিয়ে জানিয়েছেন, তাঁরা আদালতের উপরেই আস্থা রাখছেন।
যদিও দল কার্যত স্পষ্টতই জানিয়েছে, পার্থবাবু ষড়যন্ত্রের শিকার। ফিরহাদ হাকিম তৃণমূলের সাংবাদিক বৈঠকে বলেছেন, পার্থদা বিজেপিতে যোগ দেননি বলেই ইডি এভাবে হানা দিয়েছে। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যদি বিজেপিতে যোগ দিতেন, তাহলে এভাবে ইডি তল্লাশিও চালাত না।