কলকাতা 

‘জীবনের জন্য ধর্ম’ প্রশিক্ষণ শিবির আমানতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : ২৮ ও ২৯ জুন ২০২২ বিগত দু’দিনব্যাপী ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে কলকাতার সেবাকেন্দ্রে এক কর্মী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রতিনিধিদের নিয়ে পাঁচটি থিমেটিক মেসেজ এর উপর প্রশিক্ষণের কাজ শুরু হয় । মা ও শিশু স্বাস্থ্য, মা ও শিশুদের পুষ্টি, চাইল্ড প্রটেকশন, ওয়াটার স্যানিটেশন হাইজিন, শিক্ষা, ডিজাস্টার রিস্ক রিডাকশন ইত্যাদি বিষয় নিয়ে দু দিনের প্রশিক্ষণ পর্ব শেষ হয়।

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ইউনিসেফের সিএপি স্পেশালিস্ট মিসেস সুচরিতা বর্ধন, এসবিসিসি বিশেষজ্ঞ দেবাশীষ ভান্ডারী, আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম, জেনারেল সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু সাদিক মোহাম্মদ শোয়েব, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবরঞ্জন লাই প্রমুখ।

Advertisement

মালদার কো অর্ডিনেটর মিলন সেন ও ওয়ার্ড কো অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী মা ও শিশু স্বাস্থ্যপরিচর্যা নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন।পাঁচটি থিমেটিক মেসেজ নিয়ে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা ও স্কলারদের সহযোগিতায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তথ্য নিয়ে একটি ‘ফেথ ফর লাইভ’ বুকলেট তৈরি করার কাজ চলছে বিভিন্ন ভাষায় । সেগুলি নিয়ে আগামীদিনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কলারদের নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার অভিযান চালানো হবে। বুকলেট এর সহযোগিতায় সারা পশ্চিমবাংলায় জুড়ে একটি ইন্টারফেথ অ্যালায়েন্স ফোরাম তৈরি করা হবে।

দুদিনের প্রশিক্ষণ শিবির শেষে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মাদ শাহ আলম বিভিন্ন কোঅর্ডিনেটরদের এই বার্তা দেন এই ফেথ ফর লাইভ বুকলেটের সহায়তায় তারা যেন সারা বাংলা জুড়ে মানব কল্যাণের পাঁচটি যে থিমেটিক মেসেজ আছে সেগুলো সঠিকভাবে পৌঁছে দিতে পারলে আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য আছে আমরা সেগুলো সঠিকভাবে পূর্ণ করতে পারব। সকলকে ধন্যবাদ ঞ্জাপনের মাধ্যমে প্রোজেক্টের সাফল্য কামনা করে ট্রেনিং শেষ করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ