জেলা 

হাওড়া জেলার ঝিখিরার দিনমজুরের ছেলে মোহাম্মদ সিদ্দিকী মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষা অষ্টম স্থান অধিকার করেছে, পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক সুকান্ত পাল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাবু হক : হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের ঝিখিরা গ্রাম পঞ্চায়েতের ঝিখিরা মধ্য মুসলিম পাড়ার বাসিন্দা দরিদ্র দিনমজুর পরিবারের মেধাবী শিক্ষার্থী কাজী মহম্মদ সিদ্দিকী এবছর রাজ্যে হাই মাদ্রাসার ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করছে। প্রাথমিক শিক্ষা ঝিখিরার মুসলিম পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে তার পর ঝিখিরা হাই স্কুলে এরপর উলুবেড়িয়া হাজি এসাহক দারুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার আবাসিক হোটেলে থেকে পঠনপাঠন করতো এই সিদ্দিকী রাজ্যে হাই মাদ্রাসার ফাজিল পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করেছে এবছর।

খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই সিদ্দিকীর বাড়িতে ছুটে যান এলাকার বিধায়ক সুকান্ত পাল। তাকে শুভেচ্ছা জানাতে ও সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন। বাবা একজন কাঠমিস্ত্রি অন্যের কাছে দিনমজুরী করেন ও অসুস্থ চিকিৎসা চলছে।আর এক ভাই এবছর ঝিখিরা হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কয়েক বছর আগে এক দিদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর হঠাৎ মারা যায়। মা গৃহিণী। দরিদ্র দিনমজুর পরিবার হলেও অনেক অংশে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে খবর।

Advertisement

ফাজিলে অষ্টম স্থান অধিকারী মোহাম্মদ সিদ্দিকীর     পরিবারের সঙ্গে স্থানীয় বিধায়ক সুকান্ত পাল

আগামীতে অধ্যাপক হতে চান সিদ্দিকী। কলকাতা আবুল কালাম আজাদ কলেজে ভর্তি হতে চান সিদ্দিকী, মেধাবী শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা কামনা করেন ও দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যদের পাশে থাকার আহ্বান জানান পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট্যুরিষ্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ডঃ অনিন্দ্য গোপাল মিত্র। বিভিন্ন ধরনের সংগঠন শুভেচ্ছা জানাতে হাজির হচ্ছেন সিদ্দিকীর বাড়িতে এরকমই দৃশ্য দেখে গেল আমাদের প্রতিনিধির ক্যামেরায়। মোঃ সিদ্দিকীর পড়াশোনার জন্য যারা আর্থিক সাহায্য পাঠাতে চান তারা এই ফোন পে নম্বর,,,,8373832914 পাঠাতে পারেন ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ