জেলা 

পেট্রল, ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভগবানগোলাতে পথসভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পেট্রল, ডিজেল রান্নার গ্যাস এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ২১শে মে শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার সুন্দরপুর অঞ্চলের ইসাপুর চৌমাথায় এক পথসভা হয়।

বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষণে বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন পেট্রল,ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে অথচ কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী নিরব। তাঁর বিদেশ ভ্রমন করা এবং কাঁচের ঘরে বসে থাকাটাই কাজ সাধারণ মানুষ বাঁচলো কি মরলো তাঁর কোনো ভ্রুক্ষেপ নেই। পশ্চিমবঙ্গ পাওনা টাকাটাও দেওয়া হচ্ছে না । আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতখানি সম্ভব চেষ্টা করে যাচ্ছেন , মানুষের সমস্যার সমাধান করার। কিন্তু নির্লজ্জ অসভ্য বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ যুবরাজ অভিষেক ব্যানাজীও এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু দাম্ভিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী মানুষের কথা চিন্তা করছেন না। বিজেপি নেতারাও তাঁদের পকেট ভরতে ব্যাস্ত। তিনি পেট্রল, ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর জন্য এবং পশ্চিমবঙ্গ সরকারের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য দাবী জানান।

Advertisement

সাধারণ মানুষ ২০২৪ সালে বিজেপিকে পরাস্ত করে প্রমান করে দেবেন নরেন্দ্র মোদীজী তথা বিজেপির কোন স্হান নেই।এই সভার সভাপতিত্ব করেন কিষান খেতমজুর সেলের ব্লকের সভাপতি সাবিরুল ইসলাম। অনুষ্ঠানটি আয়োজন করে ভগবানগোলা এক নং ব্লকের কিষান খেতমজুর সেল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তৃনমূল কংগ্রেসের নেতা সেকেন্দার হোসেন ,সেখ ইসমাইল,সেখ হারুন, আহসানুল রহমান ওরফে বাপন,সেখ মোস্তফা, রবিউল ইসলাম,জাহিদুল ইসলাম,খিতিশ দাস,জাহিরুল ইসলাম,দিলীপ মন্ডল প্রমুখ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ