কলকাতা 

SSC: গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে ১১ জনকে অভিযুক্ত করল রঞ্জিত বাগ কমিটি! হাইকোর্টে বাগ কমিটির কাদের বিরুদ্ধে অভিযোগ জানাল ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নিয়োগকৃত এস এস সি গ্রুপ সি নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে রঞ্জিত বাঘের নেতৃত্বাধীন কমিটি আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করল। এই রিপোর্টে ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছে বাগ কমিটি।

এদিন বাগ কমিটির রিপোর্টে কাঠগড়ায়  ১১ জন এসএসসি (SSC) কর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে আছেন,এসএসসির প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য, চেয়ারম্যান সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়,  স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক কুমার সাহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচর্য। এছাড়াও বাগ কমিটির তালিকায় অভিযুক্ত করা হয়েছে কমিশনের আঞ্চলিক চেয়ারম্যান শর্মিলা মিত্র, শুভজিত চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিন, মহুয়া বিশ্বাস ও চৈতালি ভট্টাচার্য।

Advertisement

ওয়াকিবহাল মহল বলছে রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট দেখে এটা প্রমাণিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সব আধিকারিক এই দুর্নীতিতে জড়িয়েছে। মধ্যশিক্ষাপর্ষদ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, এসএসসি-র প্রোগ্রামিং বিভাগ—কিচ্ছু বাদ নেই প্রায়। প্রাক্তন হয়ে যাওয়া কর্তারাও যে ভুয়ো লোক ঢোকাতে কলকাঠি নেড়েছিলেন তাও স্পষ্ট।

এদিন বাগ কমিটি তাদের রিপোর্টে আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছে। তারা বলেছে ভুয়ো যে ৩৮১ জনের নিয়োগ হয়েছে তাদের মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করতে পারেননি। তাও তাদের নাম ছিল নিয়োগ তালিকায়।

এদিন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী বুধবার এই মামলার রায় দেওয়া হবে। ততদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ