আন্তর্জাতিক 

রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা নিয়ে ভারতকে ফের হুশিয়ারি দিলো আমেরিকা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক:  রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারত আমেরিকার সম্পর্ক খারাপ  হতে পারে বলে নয়াদিল্লিকে ইঙ্গিতে হুমকি দিল ওয়াশিংটন। ফলে বিশ্লেষক মহলের প্রশ্ন, লাগাতার বাড়তে থাকা আন্তর্জাতিক চাপের মুখে কি অবস্থান বদল করবে মোদি সরকার?

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি ইঙ্গিতে বুঝিয়ে দেন ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল আমদানি করলে তা ভারতের ‘স্বার্থে আঘাত হানবে’। এদিন ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জ্বালানি সংক্রান্ত লেনদেনে কোনও আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটা প্রত্যেকটি দেশের নিজস্ব সিদ্ধান্ত। আমরা এবং আরও কয়েকটি দেশ জ্বালানি (রাশিয়া থেকে) আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি না রাশিয়া থেকে তেল ও অন্য পণ্য আমদানি করা ভারতের স্বার্থের পক্ষে।”

Advertisement

বলে রাখা ভাল, ইউক্রেনে যুদ্ধের জেরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি। ফলে আন্তর্জাতিক বাজারে লাগাতার বাড়ছে অপরিশোধিত তেলের দাম। আর রাজকোষে বিশাল চাপ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লিকে সস্তায় তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কেন্দ্র সরকারও রুশ তেল অমদানিতে সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি, নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে যে ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে তেল কিনছে, তা হলে সেই বিষয়ে ভারতকে নিশানা করার নৈতিক অধিকার কারও নেই। অর্থাৎ, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জ্বালানির চাহিদা মেটাতে রুশ তেল আমদানি চলবে।

তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি ভারতে এসে ডেপুটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার (Russia) বিরোধিতা না করে ভুল করছে ভারত (India)। বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। সেই প্রসঙ্গে জেন সাকির বক্তব্য, “সফরে দলীপ সিং ভারতের প্রতিনিধির কাছে স্পষ্ট করে দিয়েছেন যে রুশ পণ্য আমদানি করা তাদের স্বার্থের পরিপন্থী।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ