আন্তর্জাতিক 

Ukraine Russia Conflict: ইউক্রেনে বিনা প্ররোচনায় রাশিয়ার হামলা অযৌক্তিক,এতে ইউক্রেনে মৃত্যু মিছিল ডেকে আনবে তীব্র প্রতিক্রিয়া বাইডেনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সকালে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন সেনা সঙ্ঘাত। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার এই পদক্ষেপের সমালোচনা করে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার এই পদক্ষেপ ইউক্রেনে মৃত্যু মিছিল ডেকে আনবে। আর তার জন্য গোটা বিশ্ব রাশিয়াকেই দায়ী মানবে।

Advertisement

রাশিয়ার প্রসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে তাকে কী পরিণাম দিতে হতে পারে সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘোষণার পরই আমেরিকার প্রেসিডেন্ট একটি বিবৃতি জারি করেছেন। জানিয়েছেন, রাশিয়াকে এই সিদ্ধান্তের মূল্য দিতে হবে। কতটা মূল্য দিতে হবে তা বৃহস্পতিবারই জানাবেন বলেও জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার যে কোনও সময় বাইডেন আমেরিকার নাগরিকদের উদ্দেশে একটি বার্তা দেবেন। সেখানেই তিনি ঘোষণা করবেন এ ব্যাপারে। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ