কলকাতা 

উচ্চ-মাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষার প্রস্তুতি কিভাবে হবে, তা নিয়ে ল্যাবরেটরি থেকে সরাসরি লাইভ অনলাইন ক্লাসের ব্যবস্থাপনায় এগিয়ে আসছেন বিজ্ঞানের শিক্ষক-শিক্ষিকারা, অনুসন্ধানের বিশেষ উদ্যোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : করোনা আবহে প্রায় দু’বছর ব্যাহত হয়েছে স্বাভাবিক পড়াশোনা। এখন অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক-এর দিকে এগোচ্ছে। তাই ছাত্র-ছাত্রীরাও উঠে-পড়ে প্রস্তুতি নেয়া শুরু করেছে। সব ঠিক থাকলে আগামী দুই এপ্রিল শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গতবছর উচ্চ-মাধ্যমিকের মূল্যায়নের জন্য একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে মান্যতা দেয়া হয়েছিল। এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রাক্টিক্যাল পরীক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ, এর মধ্যে উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ কারণে, পরীক্ষার উত্তরপত্রগুলিকে বিশেষভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এর ফলে উচ্চ-মাধ্যমিকে প্র্যাকটিক্যাল পরীক্ষার গুরুত্ব অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। স্বাভাবিকভাবেই প্রাকটিকাল পরীক্ষা নিয়ে চিন্তাভাবনাও শুরু হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।

Advertisement

এই পরিস্থিতিতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে কয়েকটি বিষয়ের প্র্যাকটিক্যাল প্রস্তুতি কীভাবে হবে, তা নিয়ে ল্যাবরেটরি থেকে লাইভ অনলাইন ক্লাসের এক অভিনব কর্মশালার বন্দোবস্ত করতে এগিয়ে এসেছেন উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষক-শিক্ষিকারা। এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনুসন্ধান কলকাতা। অনুসন্ধানের পক্ষে জানানো হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো আরও কয়েকটি বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। আগামী দুই ফেব্রুয়ারি দুপুর ১২:৩০ থেকে শুরু হবে অনলাইনে এই কর্মশালার আয়োজন। এতে অংশ নিতে পারবে যে কোনো ছাত্র-ছাত্রী। সম্পূর্ণ বিনা খরচে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর তাগিদে শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় এই উদ্যোগ। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড.দেবব্রত মুখোপাধ্যায়, মুরালিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. শামসুল আলম, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান সহ অনেকে। এই উদ্যোগ উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর এবং উপকারী হবে বলে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ