জেলা 

গভীর রাতে আগুন! একই পরিবারের চার জনের মৃত্যু,শোকের ছায়া হাওড়ার জয়পুরে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রবিবার গভীর রাতে অগ্নি দগ্ধ হয়ে মারা গেল একই পরিবারের চারজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। গতকাল, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ  আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁওড়িয়া সিংপাড়া এলাকায়। গ্রামেরই একটি বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। মৃতরা হলেন দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই। শম্পা নবম শ্রেণির ছাত্রী ছিল বলে খবর। চারজনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার পর ওই আগুন দেখা যায়। দমকল বাহিনী এসে আগুন নেভালেও তাঁদের কাউকে বাঁচানো যায়নি। শর্টসার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। প্রাথমিক অনুমান পুলিশ ও দমকলের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই জতুগৃহের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গঙ্গাপুজো উপলক্ষে রাতে সাঁওড়িয়া বিশালক্ষীতলায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে গ্রামের বেশিরভাগ লোকই সেখানে ছিলেন। হাতে গোনা কিছু মানুষই নিজেদের বাড়িতে ছিলেন। রাত ১২টার পর ওই আগুন লাগে বলে খবর। শীতের রাত হওয়ায় সকলেই বাড়িঘরের দরজা, জানালা বন্ধ করে ঘুমিয়েছিল। ফলে কেউই প্রথমে ওই আগুন লাগার ঘটনা টের পাননি। কিছু সময় পরে ওই বাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে। তখনই সেই লেলিহান শিখা ও ধোঁয়া দেখতে পান সাধারণ মানুষজন। দ্রুত সেখানে ছুটে যান বাসিন্দারা, আগুন নেভানোর কাজও শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া ঘরের ভিতর থেকে একে একে বার করা হয় চারটি মৃতদেহ। আগুনে দেহগুলি ঝলসে গিয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ