কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রূপকথা শারদ সম্মানের অনুষ্ঠানে চাঁদের হাট

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: সমাজসেবার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসার আর বিকাশে কাজ করে মানসী রিসার্চ ফাউন্ডেশন। এই সংস্থার এক উদ্যোগ সাহিত্য, সংস্কৃতি ও জীবনশৈলীর পত্রিকা “”মানসী রূপকথা”।পত্রিকার পক্ষ থেকে প্রতিবার সমাজের নানা ক্ষেত্রের কৃতীদের শারদ সম্মান দেওয়া হয়। এবারের অনুষ্ঠান হয় ১৫ নভেম্বর বিড়লা তারামণ্ডলের সেমিনার হলে। অনুষ্ঠানে বিনোদন, সমাজসেবা ও কর্পোরেট জগতের নক্ষত্ররা হাজির ছিলেন। শুরুতে মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংস্থার উদ্দেশ্য আর কর্মসূচির কথা তুলে ধরেন। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথা সবাই কে মনে করিয়ে দেন। এরপর অতিথিদের বরণ করে তাঁদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। প্রধান অতিথি দামোদর ভ্যালি কর্পোরেশন( কলকাতা) এর সদস্য( অর্থ) অরূপ সরকার আয়োজক সংস্থার কাজের প্রশংসা করে সবাই কে পাশে দাঁড়ানোর আবেদন জানান। বিশেষ অতিথি প্রবীণ অভিনেত্রী মিতা চ্যাটার্জি কথার জাদুতে সবাই কে মুগ্ধ করেন।

“জীবনকৃতী সম্মান” দেওয়া হয় অভিনেত্রী পাপিয়া অধিকারী আর গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী কে। সারা জীবনের কাজের জন্য এই ২ জনকে এই সম্মান দেওয়া হয়। এবারের রূপকথা সম্মান পুরস্কারে তালিকায় ছিলেন: অয়ন ভট্টাচার্য( টিভি ব্যক্তিত্ব), মনোজ ওঝা ( অভিনেতা), লাজবন্তী রায় ( কন্ঠ শিল্পী), অনুপম সরকার( কৌতুক শিল্পী), মেঘ সায়ন্তনী ঘোষ( পশ্চিমবঙ্গের প্রথম রূপান্তরকামী আইনজীবী), শঙ্কর মন্ডল( সমাজকর্মী), ড. অভিজিৎ গড়াই( অর্থ ও হিসাববিজ্ঞান বিশেষজ্ঞ) আর অর্চিষ্মান পাল( নবীন উদ্যোগী)।

Advertisement

আয়োজক সংস্থার সভাপতি ও প্রধান অতিথি সবার হাতে স্মারক তুলে দেন। সম্মান প্রাপকরা অল্প কথায় নিজেদের প্রতিক্রিয়া জানান। অনুপম সরকার( ভক্ত ভানু) কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুক নকশা পরিবেশন করে মাতিয়ে দেন। সেই সঙ্গে উস্কে দেন নস্টালজিয়া। কন্ঠ শিল্পী লাজবন্তী ভবা পাগলার গান দু কলি গেয়ে শোনান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৃঞ্জয় ঠাকুর আর মধুমিতা দাস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ