আন্তর্জাতিক 

হাসিনার জাতীয় পরিচয় পত্র লক করে দিল বাংলাদেশ সরকার!

শেয়ার করুন

বদলের বাংলাদেশে এবার ‘বদলা’র নয়া অধ্যায়। এবার কেড়ে নেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিবকন্যা। এমনকী তাঁর পরিবারের কারও আর ভোটাধিকার রইল না। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে দেওয়া হয়েছে। ফলে তিনি দিল্লিতে বসে আর ভোট দিতে পারবেন না।

২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে দিল্লির আশ্রয়ে রয়েছেন মুজিবকন্যা হাসিনা (PM Sheikh Hasina)। তাঁর পরিবার ও দল আওয়ামি লিগের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীও আশ্রয় নিয়েছেন দেশের বাইরে। হাসিনা, তাঁর সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা দায়ের হয়েছে। বিচারপ্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধদমন আদালতে। পরিস্থিতি এমনই যে হাসিনা দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। এদিকে, দেশে স্থিতাবস্থা ফেরাতে ইউনুসের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আয়োজন করছে। বাংলাদেশের নির্বাচন কমিশন একাধিক সংস্কারের মাধ্যমে ভোট প্রস্তুতি শুরু করেছে। সেই কাজেই তাদের সাম্প্রতিকতম সংযোজন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (NID)বাতিল।

Advertisement

কমিশনের এই পদক্ষেপের জেরে তিনি দিল্লিতে বসে আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। আবার যদি বাংলাদেশে এসে ভোট দিতে চান, তাতে বাধা। বিচারপ্রক্রিয়া চলায় হাসিনা দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রেও তাঁর ভোট দেওয়া সম্ভব নয়। সামগ্রিকভাবে কমিশনের এই পদক্ষেপ মুজিবকন্যার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথ মসৃণ করার চেষ্টা বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। শুধু হাসিনাই নন। নির্বাচন কমিশন সূত্র খবর, হাসিনার বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেরও জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে ফেলা হয়েছে। এই মুহূর্তে সজীব, পুতুল রয়েছেন আমেরিকায়। আর শেখ রেহানা হাসিনার সঙ্গে দিল্লিবাসী। ফলে এই চারজন আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিতে পারবেন না।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ