আনন্দপুরের ১৯ তলার আবাসনের বারান্দা থেকে পড়ে গেলেন যুবতী! তদন্তে পুলিশ
পূর্ব কলকাতার আনন্দপুরের একটি আবাসনের ১৯ তলার বারান্দা থেকে পড়ে গেলেন যুবতী! মঙ্গলবার ভোরে বহুতল ওই আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। অত উঁচু থেকে পড়ে যাওয়ার জেরে মাথার খুলি ফেটে গিয়েছিল তাঁর। গভীর আঘাতের চিহ্ন মিলেছে ডান উরুতেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪)। দক্ষিণ কলকাতার আরবানা কমপ্লেক্সের চার নম্বর টাওয়ারের নীচে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ওই মহিলার অচৈতন্য দেহ মেলে। সঙ্গে সঙ্গে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি শনাক্ত করেন সঞ্চিতারই দুই সন্তান সুহানা ও ভূমি আগরওয়াল।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ চাপা স্বভাবের ছিলেন সঞ্চিতা। গত বেশ কয়েক দিন ধরে অবসাদেও ভুগছিলেন। সম্ভবত সে কারণেই বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। ৪৫ তলা ওই আবাসনের ১৯ তলার বারান্দার ধারে একটি বসার টুলও মিলেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, সেখান থেকেই ঝাঁপ দিয়েছেন তিনি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।